Mohun Bagan Super Giant: ফের সবুজ-মেরুনে হাবাস, মোহনবাগান সুপার জায়ান্টে বসানো হল কোচ ফেরান্দোরও ওপরে
ISL 2023-24: হুয়ান ফেরান্দোই কোচ থাকছেন। হাবাস টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যোগ দেবেন। অর্থাৎ, ফেরান্দোরও মাথার ওপর বসানো হচ্ছে তাঁকে।
কলকাতা: সাল ২০১৪। ধুমধাম করে শুরু হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। আর প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল আতলেতিকো দে কলকাতা। যে দলের কোচ ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস।
ফের স্প্যানিশ কোচ ফিরছেন আইএসএলে। মোহনবাগান সুপার জায়ান্টে। শুক্রবার কলকাতার প্রধানের তরফে জানানো হল, হাবাস ফিরছেন ক্লাবে। যা জানাজানি হওয়ার পর থেকে আলোচনা শুরু হয়ে যায়, হুয়ান ফেরান্দোকে কি তবে সরিয়ে দিচ্ছে সবুজ-মেরুন শিবির?
যদিও ধোঁয়াশা দূর করে মোহনবাগান সুপার জায়ান্ট। জানানো হয়, হুয়ান ফেরান্দোই কোচ থাকছেন। হাবাস টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যোগ দেবেন। অর্থাৎ, ফেরান্দোরও মাথার ওপর বসানো হচ্ছে তাঁকে। দুজনই স্পেনীয়। ফলে দলগঠনে এই বোঝাপড়া কাজে লাগবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই জুয়ান ফেরান্দোর সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে মোহনবাগান। তার পর শুক্রবারের ঘোষণা অনেকটাই অপ্রত্যাশিত ছিল।
ভারতীয় ফুটবলে বিদেশিদের মধ্যে অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে এবার এটিকে নয়, নতুন নামে খেলা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গী হচ্ছেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, সিনিয়র দলের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের পরামর্শদাতার ভূমিকাতেও থাকবেন হাবাস। সব দলকেই পর্যবেক্ষণ করবেন। পরামর্শ দেবেন।
কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিম। বিভিন্ন দল তৈরির কাজও চলছে। ভারতীয় ফুটবল এবং কলকাতায় অতীতে কাজ করার ফলে হাবাসের অভিজ্ঞতাকে সব ক্ষেত্রেই কাজে লাগাতে চাইছে সবুজ মেরুন শিবির। ফের এক বার সবুজ মেরুনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত হাবাসও। বলেছেন, 'দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আবার আমাকে কলকাতায় কাজ করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য দারুণ খুশি। কোচিং জীবনের সেরা সময় কলকাতায় কেটেছে। এখানকার ফুটবলপ্রেমী মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, তা কোনও দিন ভোলার নয়। এ বার মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।'
এই বছর ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্ট্যান্টাইনের বদলে পরবর্তী কোচ হওয়ার দৌড়ে হাবাস একটা সময় হট ফেভারিট ছিলেন। কিন্তু কার্লস কুয়াদ্রাত রাজি হয়ে যাওয়ায় হাবাসের আর লাল-হলুদের কোচ হওয়া হয়নি। তবে তিনি ফিরলেন নিজের পুরনো ক্লাবেই।