Shakib Al Hasan: রাজনীতির ময়দানে নামছেন শাকিব, হাসিনার দলের টিকিটে লড়বেন ভোটে
Bangladesh: আপাতত আঙুলের চোটে মাঠের বাইরে শাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
![Shakib Al Hasan: রাজনীতির ময়দানে নামছেন শাকিব, হাসিনার দলের টিকিটে লড়বেন ভোটে Bangladesh Cricket Team: Shakib Al Hasan to contest parliamentary elections from his home district Shakib Al Hasan: রাজনীতির ময়দানে নামছেন শাকিব, হাসিনার দলের টিকিটে লড়বেন ভোটে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/27/d480664f18251cd37929d303693cca1e170104779146650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঢাকা: তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন।
শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের ১২তম সংসদীয় নির্বাচনে লড়াই করবেন। আওয়ামি লিগের হয়ে তাঁর মনোনয়ন দাখিল করা কার্যত নিশ্চিত। যে দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। মাগুরা ১ আসন থেকে লড়াই করবেন শাকিব। যেটি তাঁর নিজের জেলা। ৭ জানুয়ারি বাংলাদেশে (Bangladesh) নির্বাচন।
আপাতত আঙুলের চোটে মাঠের বাইরে শাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। কবে তিনি মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। ধোঁয়াশা রয়েছে।
সামনেই দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে টেস্ট সিরিজ। তারপরই নিউজ়িল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৬টি সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগেই শাকিব জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক থাকবেন না। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই অধিনায়ক থাকবেন বলেও জানিয়েছিলেন। তবে রাজনীতির ময়দানে নামার পর তিনি আর নেতৃত্বে থাকবেন কি না, বা নিউজ়িল্যান্ড সফরে যাবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরের বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। টি-টোয়েন্টি পরিকল্পনায় জোর দিতে শুরু করেছে সব দল। সেখানে শাকিবের কী নকশা, তা নিয়ে ধন্দ রয়েছে।
মাশরাফি মর্তুজার পর বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নির্বাচনে লড়বেন শাকিব। তাঁকে যে নির্বাচনে নামানো হবে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার পরেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়,শাকিবের মাগুরার বাড়ির সামনে গত কয়েকদিন ধরেই পুলিশী প্রহরা বসানো হয়েছিল। সেইসময়ই ভাবা হয়েছিল তিনি নিজের কেন্দ্র থেকেই ভোটে লড়বেন। ঠিক সেটাই পরিষ্কার হল রবিবারই।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে ক্ষমতাসীন হাসিনার আওয়ামি লীগ। রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রাথমিকভাবে ৩০০টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করার কথা ছিল। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী কারা হচ্ছেন সেই ঘোষণা অবশ্য করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)