এক্সপ্লোর
India vs England 3rd ODI: ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচে মহৎ উদ্যোগ, এগিয়ে এলেন কোহলি-শুভমনরাও
Organ Donation: বুধবার, ১২ ফেব্রুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ। আর সেই ম্যাচেই মহৎ এক উদ্যোগ নিয়েছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড।

আমদাবাদে বড় উদ্যোগ। - পিটিআই
1/10

বুধবার, ১২ ফেব্রুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ। আর সেই ম্যাচেই মহৎ এক উদ্যোগ নিয়েছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড।
2/10

অঙ্গদান নিয়ে মানুষকে উৎসাহী করে তুলতে একটি বিশেষ অভিযান চালানো হবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে। আইসিসি-র যে উদ্যোগের প্রশংসায় সকলে।
3/10

আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, অঙ্গদান করে জীবন বাঁচানো নিয়ে প্রচার চালানো হবে আমদাবাদে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচে।
4/10

জয় শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রেরণা জোগানোর, ঐক্যবদ্ধ করার ও প্রভাব বিস্তার করার ক্ষমতা রয়েছে খেলাধুলোর। এই উদ্যোগের মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন করব এক কদম এগিয়ে এসে সবচেয়ে দামি উপহারটা দেওয়ার জন্য। যে উপহারের নাম হল জীবন।’
5/10

ঘটনা হচ্ছে, আমদাবাদই হচ্ছে জয় শাহর শহর। গুজরাত ক্রিকেট সংস্থা থেকেই ক্রিকেট প্রশাসনে নিজের ইনিংস শুরু করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।
6/10

অঙ্গদানের প্রয়োজনীয়তা নিয়ে প্রচার চালাতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটারেরাও। বিরাট কোহলি, শুভমন গিলরা সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের কাছে মরণোত্তর অঙ্গদানের আর্জিও জানিয়েছেন।
7/10

কোহলি বলেছেন, 'সত্যি সেঞ্চুরি করার সুযোগ আপনাদের কাছে। আপনার মৃত্যুর পরও জীবিত থাকার সুযোগ থাকে অঙ্গদানের মাধ্যমে। প্রত্যেক জীবনকে গুরুত্বপূর্ণ করে তুলুন।'
8/10

শুভমন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, 'মাঠে অধিনায়ক যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করে, সেরকমই আপনারাও অঙ্গদানের অঙ্গীকার করে উদাহরণ তৈরি করুন।'
9/10

শ্রেয়স আইয়ার বলেছেন, 'একজন অঙ্গদাতা আটজনের পর্যন্ত জীবনরক্ষা করতে পারেন। অঙ্গদানের অঙ্গীকার করে মানবিকতার মাঠে ছক্কা মারুন।' কে এল রাহুলের কথায়, 'আপনার অঙ্গদানের অঙ্গীকার মানুষকে হারা ম্যাচও জেতাতে পারে।' হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, অর্শদীপ সিংহরাও অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হতে সকলকে অনুরোধ জানিয়েছেন।
10/10

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। সিরিজ জয় নিশ্চিত রোহিত শর্মাদের। আমদাবাদে কার্যত নিয়মরক্ষার ম্যাচ। ছবি - পিটিআই
Published at : 10 Feb 2025 06:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ফ্যাক্ট চেক
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
