এক্সপ্লোর
IPL: জাতীয় দলে বর্তমানে ব্রাত্য, আইপিএলে দুরন্ত পারফরম্য়ান্সই ওদের জন্য হিসেব বদলে দিতে পারে
IPL 2025: চলতি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শার্দুল ঠাকুর। ব্যাট হাতে শতরানও হাঁকিয়েছেন। বেশ কয়েকটি ম্য়াচে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

কেকেআরের জার্সিতে খেলবেন বেঙ্কটেশ আইয়ার
1/8

কেকেআর এবার রেকর্ড দামে ফের নিলাম থেকে দলে নিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। জাতীয় দলে অভিষেকে নজর কাড়তে পারেননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার। ফের জাতী দলে ঢুকে পড়তে পারেন আইপিএলে ভাল পারফর্ম করে।
2/8

চলতি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শার্দুল ঠাকুর। ব্যাট হাতে শতরানও হাঁকিয়েছেন। বেশ কয়েকটি ম্য়াচে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। শার্দুল দিল্লির জার্সিতে আসন্ন আইপিএলে নামবেন। এই ছন্দ ধরে রাখলে বেশিদিন কিন্তু জাতীয় দলের বাইরে তাঁকে রাখা সম্ভব হবে না নির্বাচকদের।
3/8

২০২৪ আইপিএলে আরসিবির জার্সিতে ১৫ ম্য়াচে ৩৯৫ রান করেছিলেন রজত পাতিদার। গত মুস্তাকে ৪২৮ রান করেছিলেন। বিজয় হাজারে ট্রফিতে ২২৬ রান করেছন। রজতের দিকেও কিন্তু নজর থাকবে নির্বাচকদের।
4/8

অবশ্যই এই তালিকায় থাকবে রুতুরাজ গায়কোয়াডের নাম। সিএসকের অধিনায়ক। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিই দেশের জার্সিতে শেষ ম্য়াচ ছিল রুতুরাজের। মুস্তাকে ৫ ম্য়াচে ১২৩ রান করেছিলেন গত বার। তবে রুতুরাজও নির্বাচকদের স্কিম অফ থিংসে রয়েছেন।
5/8

২০২২ আইপিএলে দেশের দ্রুততম পেসার ছিলেন। জাতীয় দলেও ডাক চলে এসেছিল। ১০টি ওয়ান ডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন। জম্মু কাশ্মীরের পেসারের সামনেও সুযোগ থাকছে নিজেকে প্রমাণ করার।
6/8

গত আইপিএল ভাল যায়নি। দেশের জার্সিতে ৯টি টি-টোয়েন্টি ম্য়াচে মাত্র ১০০ রান করেছেন। এই পরিস্থিতিতে নতুন আইপিএল দল আরসিবির জার্সিতে কতটা জ্বলে উঠতে পারেন জিতেশ, তার ওপরই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নির্ভর করছে।
7/8

এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ নাম ভুবনেশ্বর কুমার। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। কিন্তু একটা সময় তাঁকে স্যুইং কিং বলা হত। এখনও ভেল্কি দেখাতে ওস্তাদ প্রতিপক্ষ দলের ব্যাটারদের। আরসিবি এবার ১০.৭৫ কোটি মূল্যে ভুবনেশ্বরকে দলে নিয়েছে।
8/8

তালিকায় আছেন উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণও। গত বছর মুম্বইয়ের জার্সিতে মাত্র ৩২০ রান করেছিলেন ১৪ ম্য়াচে ওপেনিংয়ে খেলতে নেমে।
Published at : 10 Feb 2025 06:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
