এক্সপ্লোর
Advertisement
তামিমের অর্ধশতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলাদেশ
চট্টগ্রাম: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। প্রথমদিন দাপট দেখিয়েছিলেন বোলাররা। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে চাপে ফেললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ৭৮ রান করেন। মাহমদুল্লাহ (৩৮), মুশফিকুর রহিমও (৪৮) লড়াই করেন। দিনের শেষে ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩১) ও সফিউল ইসলাম (০)। বাংলাদেশের রান ৫ উইকেটে ২২১।
এর আগে এদিন ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। শুরুতেই ফিরে যান ক্রিস উকস (৩৬)। আদিল রশিদ (২৬) দলের রান কিছুটা বাড়ান। শেষপর্যন্ত ২৯৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অভিষেক টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট নেওয়া তরুণ স্পিনার মেহদি হাসান এদিন আরও একটি উইকেট পান।
ইংল্যান্ডের থেকে এখন ৭২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে ৫ উইকেট। শনিবার ম্যাচের তৃতীয় দিনে সাকিবরা দলের রান বাড়িয়ে নেওয়ার পর যদি মেহদি হাসানরা প্রথম ইনিংসের মতোই ভাল পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে এই টেস্ট জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement