এক্সপ্লোর
ইডেন টেস্টে আসছেন হাসিনা, আমন্ত্রণ জানানো হচ্ছে মোদি-মমতাকেও, জানালেন সৌরভ
ইডেনে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট।

কলকাতা: ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথমদিন দুই প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে একসঙ্গে দেখা যেতে পারে। বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলা সৌরভ আরও জানিয়েছেন, ‘ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের যে ক্রিকেটাররা খেলেছিলেন, তাঁদেরও ইডেনে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি বিসিসিআই সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখব। ভারত-বাংলাদেশের প্রথম ম্যাচে যাঁরা খেলেছিলেন, ইডেনে প্রথম দিনের খেলার শেষে তাঁদের সংবর্ধনা জানানো হবে। সেই ম্যাচে ভারতীয় দলে যাঁরা ছিলেন, তাঁরাও থাকবেন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















