এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের জন্য আইপিএল-এর মাঝপথেই শাকিবকে ডেকে পাঠাচ্ছে বাংলাদেশ
২২ তারিখ থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই শিবিরে যোগ দেওয়ার জন্য তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসানকে চিঠি পাঠানো হচ্ছে।
ঢাকা: কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে বিব্রত হলেও, বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কারণে ২২ তারিখ থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই শিবিরে যোগ দেওয়ার জন্য তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসানকে চিঠি পাঠানো হচ্ছে। আইপিএল-এর মাঝপথেই তাঁকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে। শাকিবকে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়ে চিঠি পাঠাতে বলেছি। দেখি ও চিঠির কী জবাব দেয়।’
চলতি আইপিএল-এ সানরাইজার্স হায়দারবাদের হয়ে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন শাকিব। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচে ৪২ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। চোট সারানোর পর এই একটি ম্যাচই খেলেছেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্যক্তিগত কোচ মহম্মদ সালাউদ্দিনকে ভারতে ডেকে পাঠান শাকিব। তবে তাঁকেই এবার দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement