Ban vs Afg: আফগানিস্তানের বিরুদ্ধে সান্ত্বনার জয় বাংলাদেশের, লিটন বলছেন টি-২০ সিরিজের আগে অক্সিজেন
Cricket News: তৃতীয় ম্য়াচটি ছিল কার্যত নিয়মরক্ষার। তবে সেই নিয়মরক্ষার ম্যাচে ৭ উইকেটে আফগানদের দুরমুশ করল বাংলাদেশ। পেল সান্ত্বনার জয়।
চট্টগ্রাম: ওয়ান ডে সিরিজ (ODI Series) আগেই হাতছাড়া হয়েছে। দেশের মাটিতে আফগানিস্তানের (Ban vs Afg) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ২ ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্য়াচটি ছিল কার্যত নিয়মরক্ষার। তবে সেই নিয়মরক্ষার ম্যাচে ৭ উইকেটে আফগানদের দুরমুশ করল বাংলাদেশ। পেল সান্ত্বনার জয়।
বাংলাদেশ শিবির মনে করছে, এই জয় টি-টোয়েন্টি সিরিজের আগে তাদের বাড়তি অক্সিজেন দেবে। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das) ম্য়াচের পর বলেছেন, 'টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয় ছেলেদের সাহায্য করবে। ছেলেরা ভাল খেলেছে। শরিফুল ও তাসকিন নতুন বলে দারুণ বোলিং করছে। মাঝের ওভারগুলোয় স্পিনাররাও খুব ভাল বোলিং করেছে। সব মিলিয়ে দারুণ একটা জয়। টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।'
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই আফগান ওপেনার ইব্রাহিম জাদ্রানকে তুলে নেন শরিফুল ইসলাম। সেই ওভারেই রহমত শাহকেও তুলে নেন শরিফুল।
আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে ২২ রান করে ফেরেন তিনিও। আজমাতুল্লাহ ওমরজাই হাফসেঞ্চুরি করেন। ৫৬ রান করে আউট হন তিনি। ওমরজাই-ই আফগানদের সর্বোচ্চ স্কোরার। তবে ৪৫.২ ওভারে মাত্র ১২৬ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।
শরিফুল ৯ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট তাসকিন আমেদ ও তাইজুল ইসলামের।
জবাবে ব্যাট করতে নেমে ২৩.৩ ওভারে মাত্র ৩ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫৩ রানে অপারাজিত ছিলেন লিটন। যিনি তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। ৩৯ বলে ৩৯ রান করেন শাকিব আল হাসান।
ম্যাচের পর হাশমাতুল্লাহ বলেন, 'সিরিজে আমাদের পারফরম্যান্সে আমরা দারুণ খুশি। আজকের দিনটা কঠিন গেল। তবে আমরা মোটেও আত্মতুষ্ট ছিলাম না। এই পরাজয় থেকে শিক্ষা নেব। টি-টোয়েন্টি সিরিজে আমি দলে নেই। বাকি দলের জন্য শুভেচ্ছা রইল। আফগান সমর্থকেরাও পাশে থেকেছেন।'
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন