এক্সপ্লোর
Advertisement
ব্যাঙ্ক ম্যানেজারকে আটকে মারধর ক্ষুব্ধ গ্রাহকদের
মুজফফরনগর: নোট বাতিলের জেরে নগদের অভাবে ভোগান্তি এখনও কাটেনি। ব্যাঙ্ক ও এটিএমগুলির সামনে ভিড় রয়েই গিয়েছে। কিছু বিক্ষিপ্ত অশান্তির খবরও পাওয়া গিয়েছে। এরইমধ্যে টাকা ফুরিয়ে যাওযায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজারকে আটকে রেখে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ মারধর করেছে বলে অভিযোগ। বিহারের মুজফফরনগরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আধিকারিক ভানুপ্রতাপ সিংহ জানিয়েছেন, জাসোই গ্রামে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখার ম্যানেজার গতকাল গ্রাহকদের জানান যে, টাকা ফুরিয়ে গিয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে প্রায় ২০ জন গ্রাহক ম্যানেজারের ওপর হামলা চালায়।
এই ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে চারজনকে চিহ্নিত করা গিয়েছে।
গতকাল সন্ধেয় ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা না পেয়ে চারথাবাল গ্রামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement