এক্সপ্লোর
Advertisement
দেখুন: শরীর শূন্যে ছুঁড়ে দর্শনীয় ক্যাচ বেন লাফলিনের
অস্ট্রেলিয়ায় চলতি বিগ ব্যাশ লিগের ম্যাচগুলিতে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং-তিনটি ক্ষেত্রেই প্লেয়ারদের চমকপ্রদ পারফরম্যান্স নজর কেড়েছে। বুধবার একই দিনে দু-দুটি হ্যাটট্রিক দেখা গিয়েছিল।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় চলতি বিগ ব্যাশ লিগের ম্যাচগুলিতে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং-তিনটি ক্ষেত্রেই প্লেয়ারদের চমকপ্রদ পারফরম্যান্স নজর কেড়েছে। বুধবার একই দিনে দু-দুটি হ্যাটট্রিক দেখা গিয়েছিল। তেমনই ফিল্ডিংয়ে বাউন্ডারি লাইনে একটি ক্যাচে আউট সংক্রান্ত নিয়ম ঘিরে বিতর্ক তৈরি হয়। এরইমধ্যে বেন লাফলিনের একটি দর্শনীয় ক্যাচ দর্শকদের মুগ্ধ করল।
হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে ম্যাচে ব্রিসবেন হিটসের বেন লাফলিন নিজের বলেই শূন্যে শরীর ছুঁড়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন। তাঁর এই ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন হ্যারিকেন্সের ব্যাটসম্যান ক্লাইভ রোস।
বিগ ব্যাশের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে লাফলিনের ওই ক্যাচের ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীরা লাফলিনের ক্যাচের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে হ্যারিকেন্স নয় উইকেটে করে ১২৬ রান। তাদের ম্যাথু ওয়েড সর্বাধিক ৬১ রান করেন। রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হাতে নিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রিসবেন হিটস।Pretty special this.@Benlaughlin55 👏 #BBL09 pic.twitter.com/TnINI0OsuW
— KFC Big Bash League (@BBL) January 9, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement