এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
লোঢা কমিটি: ফের সুপ্রিম কোর্টের তোপে বিসিসিআই
নয়াদিল্লি: হয় বিনা-শর্তে লোঢা সুপারিশ কার্যকর করতে হবে, না হলে ব্যবস্থা নিতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে আজ এমনই চরমবার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত৷ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে৷ লোঢা সুপারিশ কার্যকর করা হবে কি না, তা আগামীকালের মধ্যে জানাতে হবে বিসিসিআই-কে৷ তারপর রায় দেবে আদালত।
এদিন শুনানি চলাকালীন ভারতীয় বোর্ডকে রীতিমত ভর্ত্সনা করেন প্রধান বিচারপতি টি এস ঠাকুর৷ এক প্রশ্নের উত্তরে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরকে ক্রিকেটার বলে বর্ণনা করেন বোর্ডের কৌঁসুলি কপিল সিব্বল৷ কৌতুকের সুরে প্রধান বিচারপতি বলেন, ‘একটি ক্রিকেট ম্যাচে আমিও বিচারপতিদের টিমের অধিনায়কত্ব করেছি৷’ পরিস্থিতি সামলাতে সিব্বল বলেন, রাজ্যের হয়ে রঞ্জি খেলেছেন অনুরাগ৷
লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করা ছাড়াও তড়িঘড়ি রাজ্য সংস্থাগুলিকে ৪০০ কোটি টাকা বণ্টন করা নিয়েও সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েছে বিসিসিআই। আদালত বলেছে, বোর্ডের অর্থ বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও বাস্তব প্রয়োজন থাকা দরকার। লোঢা কমিটির কোনও সুপারিশই কার্যকর করতে চাইছে না বোর্ড। সেই কারণেই আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement