এক্সপ্লোর
Advertisement
সংযত হোন শাস্ত্রী-সৌরভ, পরামর্শ বোর্ডের
মুম্বই: কোচ নির্বাচন বিতর্কে ধিকিধিকি জ্বলতে থাকা আগুনে ঘি পড়েছিল রবি শাস্ত্রীর মন্তব্যে৷ বুধবারই তার পাল্টা জবাব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আর, দুই মহারথীর বাগযুদ্ধ থামাতে এবার এগিয়ে এল বিসিসিআই৷ বোর্ডকর্তা রাজীব শুক্ল এদিন বলেছেন, ভারতীয় ক্রিকেটে দু’জনেরই প্রচুর অবদান৷ সংযত হোন, পরামর্শ তাঁর৷
কুম্বলে ভারতীয় দলের হেডস্যার নির্বাচিত হওয়ার পর রবি শাস্ত্রীর অভিযোগ ছিল, ইন্টারভিউ নেওয়ার সময় হাজির না থেকে তাঁকে অসম্মান করেছেন সৌরভ৷ পাল্টা জবাবে একহাত নিয়েছেন সৌরভও৷ বোর্ডের পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য বলেন, শাস্ত্রীর ব্যক্তিগত আক্রমণে তিনি দুঃখিত ও হতাশ৷ শাস্ত্রীরও উচিত ছিল কলকাতার ইন্টারভিউয়ে সশরীরে হাজির থাকা৷
তুমুল বাগযুদ্ধ৷ যুযুধান দুই মহারথী৷ শেষ পর্যন্ত বোর্ডের ভাবমূর্তি রক্ষার তাগিদেই এগিয়ে এল বিসিসিআই৷ তাদের বার্তা, সৌরভ, শাস্ত্রী দু’জনেই সংযত হোন৷ ভারতীয় বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত৷ বোর্ডের এই বার্তা কোচ-বিতর্কে দাঁড়ি টানবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement