এক্সপ্লোর
Advertisement
কলকাতায় বার্ষিক সভার সময় আইপিএল ম্যাচের অনুরোধ আইসিসি-র, সূচি বদল অসম্ভব, জানাল বিসিসিআই
নয়াদিল্লি: ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কলকাতায় হতে চলেছে আইসিসি-র বার্ষিক সভা। দীর্ঘদিন পর কলকাতায় আইসিসি-র বৈঠক হতে চলেছে। আইসিসি-র সদস্যরা বার্ষিক সভার ফাঁকে যাতে আইপিএল-এর অন্তত একটি ম্যাচ দেখতে পারেন, সেটার জন্য বিসিসিআই-কে সেই সময় ইডেনে কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিল আইসিসি। কিন্তু বিসিসিআই জানিয়ে দিল, ক্রীড়াসূচি বদল করা সম্ভব নয়।
বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘আইসিসি-র অনেক সদস্যই আইপিএল-এর ম্যাচ দেখতে চাইছিলেন। কিন্তু ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে কেকেআর-এর হোম ম্যাচ নেই। ১৬ এপ্রিলের পর আবার ঘরের মাঠে কেকেআর-এর পরের ম্যাচ ৩ মে। ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে হায়দরাবাদ, মুম্বই, ইনদওর, বেঙ্গালুরু ও জয়পুরে খেলা হবে। সূচি বদল করলে সমস্যা হবে। তাই আইসিসি-কে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সময় কলকাতায় খেলা দেওয়া যাবে না।’
আইসিসি-র এই বৈঠকে যোগ দেওয়ার কথা আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেঠিরও। সেই কারণেই মুম্বইয়ের বদলে কলকাতায় হচ্ছে এই সভা। কিন্তু পিসিবি চেয়ারম্যান কলকাতায় আসবেন কি না, সে বিষয়ে সংশয় আছে। কারণ, দু’দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের কারণে ভিসা না-ও পেতে পারেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement