এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে পিচ থেকে ব্যাটসম্যানরা সাহায্য পাবেন, বল স্যুইং করবে না, মনে করছেন সচিন
‘গরমে উইকেট পাটা হয়ে যায়। আমি নিশ্চিত, উইকেট ব্যাটসম্যানদের সহায়ক হবে।’
মুম্বই: ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে পিচ থেকে সাহায্য পাবেন ব্যাটসম্যানরা। তাপমাত্রা বেশি থাকায় বল স্যুইং করবে না। এমনই মনে করছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি জানতে পেরেছি, ইংল্যান্ডে এবার ভাল গরম থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও যখন রোদ ছিল তখন উইকেট খুব ভাল ছিল। গরমে উইকেট পাটা হয়ে যায়। আমি নিশ্চিত, উইকেট ব্যাটসম্যানদের সহায়ক হবে। আমার মনে হয়, আকাশে ঘন মেঘ না থাকলে পরিস্থিতি বদলাবে না। আকাশে মেঘ থাকলে বল স্যুইং করতে পারে। কিন্তু আমার মনে হয়, প্রথম ওভারে হয়তো বল স্যুইং করতে পারে। তবে দীর্ঘ সময় ধরে বল স্যুইং করবে না।’
চলতি আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, লোকেশ রাহুলের মতো ভারতীয় ক্রিকেটাররা। এর ফলে বিশ্বকাপে ভারতীয় দলের সুবিধা হবে কি না, এই প্রশ্নের জবাবে সচিন বলেছেন, ‘যে কোনও ফর্ম্যাটে ভাল পারফরম্যান্স দারুণ খবর। কারণ, এর ফলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। যে কোনও ফর্ম্যাটে আত্মবিশ্বাস থাকা জরুরি। পরিবেশ অনুযায়ী মানিয়ে নেওয়ার জন্য খেলোয়াড়দের কাছে সময় আছে। সব ক্রিকেটারই যথেষ্ট ক্রিকেট খেলেছে। নিজেদের খেলার উন্নতির জন্য কী করতে হয় ওরা জানে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement