এক্সপ্লোর
দেশঁ-র বিরুদ্ধে বর্ণবিদ্বেষী অভিযোগ বেঞ্জিমার
প্যারিস: ইউরো-যুদ্ধ শুরুর আগেই ফ্রান্সে কার্যত গৃহযুদ্ধ৷ কোচ বনাম ফুটবল নক্ষত্র৷ দিদিয়ের দেশঁ বনাম করিম বেঞ্জিমা৷ ফরাসি দল থেকে বাদ পড়ায় সরাসরি ফরাসি কোচের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বেঞ্জিমা৷ রিয়েল মাদ্রিদের এই ফরোয়ার্ডের দাবি, তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী রাজনীতি চলছে৷ বর্ণবিদ্বেষীদের চাপেই তাঁকে দলের বাইরে রেখেছেন দেশঁ৷ বেঞ্জিমার দাবি, আমি জন্মসূত্রে আলজিরিয়৷ সেজন্যই নানাভাবে আমায় কোনঠাসা করা হচ্ছে৷ ফরাসি দলের সতীর্থ ম্যাথিউ ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ এনে আমায় দল থেকে বাদ দেওয়া হয়েছে৷
ফরাসি দৈনিক মার্কা স্পোর্টস ডেইলির তরফে বেঞ্জিমাকে প্রশ্ন করা হয়, দেশঁকে কি তিনি বর্ণবিদ্বেষী বলে মনে করেন?বেঞ্জিমা বলেছেন, আমি মনে করি না দেশঁ আদৌ বর্ণবিদ্বেষী৷ কিন্তু, ফ্রান্সের বর্ণবিদ্বেষী সম্প্রদায়ের চাপেই তিনি একাজ করেছেন৷
সম্প্রতি এরিক কাতোঁনা বেঞ্জিমার বাদ পড়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন তোলেন৷ দানা বাঁধে বিতর্ক৷ বুধবার একটি ফরাসি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে কাতোঁনা বলেন, প্যারিসে জঙ্গিহানার পরই ফ্রান্সে উত্তর আফ্রিকার সম্প্রদায় ও আলজিরিয়দের সন্দেহের চোখে দেখা হচ্ছে৷ বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন মানুষ৷ এবার দেশঁর বিরুদ্ধে সরব হলেন বেঞ্জিমাও৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement