এক্সপ্লোর
বড় দলকে টেস্টে হারানোই কুম্বলের সবচেয়ে বড় পরীক্ষা, মত সহবাগের
![বড় দলকে টেস্টে হারানোই কুম্বলের সবচেয়ে বড় পরীক্ষা, মত সহবাগের Biggest Task For Kumble Is To Beat Tough Teams In Test Sehwag বড় দলকে টেস্টে হারানোই কুম্বলের সবচেয়ে বড় পরীক্ষা, মত সহবাগের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/11151043/sehwag-kumble-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: টিম ইন্ডিয়ার হেড কোচ অনিল কুম্বলের কাছে কঠিন চ্যালেঞ্জ হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিরুদ্ধে টেস্ট জয় করা। এমনটাই জানালেন বীরেন্দ্র সহবাগ।
দেশের প্রাক্তন বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান মনে করেন, ভারতের কোচ হওয়ার জন্য যোগ্যতম কুম্বলে। তিনি যেমন টেস্টে শতরান করেছেন, তেমনই ৬০০-র ওপর উইকেট সংগ্রহ করেছেন।
সহবাগ বলেন, কুম্বলের মতো ইতিবাচক চিন্তাধারার ব্যক্তি আমি দুটো দেখিনি। ও কখনই হাল ছাড়ে না। এই কারণেই, দলের তরুণরা কুম্বলের থেকে অনেক কিছু শিখতে পারবে।
তবে এর পাশাপাশি সহবাগ জানান, কোচ কুম্বলের সবচেয়ে কঠিন পরীক্ষা হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে টেস্টে হারানো। ওই সিরিজগুলিতে চাপ ধরে রাখাটাই সাফল্যের মূল মন্ত্র।
চলতি বছরের শেষে ভারত সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। এই প্রসঙ্গে সহবাগ বলেন, এই মুহূর্তে ইংল্যান্ড সবচেয়ে ভাল ক্রিকেট খেলছে। ফলে, তাদের হারাতে হলে ভারতকে সেরা পারফরম্যান্স তুলে ধরতে হবে। ঠিক যেমনটা তারা গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিল।
প্রস্তাব এলে তিনি কী ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন? প্রশ্নের উত্তরে সহবাগ বলেন, তেমন কোনও সম্ভাবনা নেই। কারণ, এক তাঁর সময় নেই। দুই, তাঁর মতে, ভারতীয় দলের এই মুহূর্তে কোনও ব্যাটিং কোচের প্রয়োজন নেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)