এক্সপ্লোর
Advertisement
ভারত-অস্ট্রেলিয়া লড়াই অনেকটা অ্যাশেজের মতো, মন্তব্য পেইনের
গত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল টেস্ট সিরিজ ২-১ ফলে জেতে। তবে নির্বাসিত থাকায় সেই সিরিজে খেলতে পারেননি স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
হোবার্ট: ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াইকে অ্যাশেজের সঙ্গে তুলনা করলেন টিম পেইন। টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়া দু’দলই ভাল। অতীতে কী হয়েছে সেটা না, এখন ক্রিকেটের মানের জন্যই এই সিরিজ নিয়ে প্রত্যাশা বেড়ে যায়। এই সিরিজ অনেকটা অ্যাশেজের মতো।’
গত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল টেস্ট সিরিজ ২-১ ফলে জেতে। তবে নির্বাসিত থাকায় সেই সিরিজে খেলতে পারেননি স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ভারতীয় দল ফের অস্ট্রেলিয়া সফরে যাবে। তবে ভারতের বিরুদ্ধে সেই সিরিজকে বদলা নেওয়ার মঞ্চ হিসেবে দেখছেন না পেইন।
একটি ক্রিকেট বিষয়ক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গত সিরিজে কী হয়েছিল, সেটা ভেবে আমরা খেলতে নামব না। গত সিরিজে আমাদের দলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছিল না। এই দুই ব্যাটসম্যান মিলে ১৫ হাজার রান করেছে। ওরা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওদের সঙ্গে আছে মার্নাস লাবুশানে। গত সিরিজে এত রান করার মতো কোনও ব্যাটসম্যান আমাদের দলে ছিল না। ভারতের বোলিং লাইনআপ কতটা ভাল, সেটা আমরা জানি। গত সিরিজে আমরা ঠিক তৈরি ছিলাম না। তবে এবার আমাদের দলে বিশ্বের সেরা তিন ব্যাটসম্যান থাকবে। ফলে আমাদের ব্যাটিং এবার অন্যরকম হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement