ATP Tournament: অ্যাডিলেড ইন্টারন্যাশনালে স্ট্রেট সেতে জিতে সেমিতে বোপান্না-রামকুমার জুটি
ATP Tournament: এটিপি ২৫০ পুরুষদের ইভেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে এই ভারতীয় জুটি খেলতে নামবে বসনিয়ান-মেক্সিকান জুটির বিরুদ্ধে।
অ্যাডিলেড: একেবারে যেন জুটিতে লুটি। অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ওয়ান এটিপি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের রোহন বোপান্না-রামকুমার রামানাথন জুটি। স্ট্রেট সেটে তাঁরা হারিয়ে দিলেন ফরাসি-মনেগাস্কো জুটি বেঞ্জামিন বঞ্জি ও হুগো নইসকে। খেলার ফল ভারতের পক্ষে ৬-১, ৬-৩। এটিপি ২৫০ পুরুষদের ইভেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে এই ভারতীয় জুটি খেলতে নামবে বসনিয়ান-মেক্সিকান জুটির বিরুদ্ধে। উল্লেখ্য এই প্রথমবার এটিপি টুর্নামেন্টে জুটি বেঁধেছিলেন বোপান্না-রামকুমার।
এর আগে, অষ্টম বাছাই আমেরিকান ল্যামন্স-জ্যাকসন উইথ্রো জুটিকে ৬-৭ (৪), ৭-৬ (৩), ১০-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন এই জুটি। বেশ কঠিন লড়াই করতে হয়েছিল তাঁদের। কিন্তু সেই তুলনায় এদিনের লড়াই অনেকটাই একপেশে হল। এর আগে মঙ্গলবার ভারতীয় জুটি আমেরিকান জেমি সেলাত্তিনি এবং ব্রাজিলিয়ান ফার্নান্দো রোমবল্লি জুটিকে ৬-২, ৬-১ সেটে হারিয়েছিল।
দিনের অন্য একটি খেলায় নামবেন ভারতের সানিয়া মির্জাও। ভারতের সানিয়া মির্জা এবং তাঁর ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচেনোক অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ৫০০ ইভেন্টের সেমিফাইনালে ফেভারিট অ্যাশলে বার্টি এবং স্টর্ম স্যান্ডার্সের মুখোমুখি হবেন।
উল্লেখ্য গত বছর, টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের নিয়ম নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে ভারতীয় টেনিসের সর্বোচ্চ সংস্থার দিকে আঙুল তুলেছিলেন রোহন বোপান্না। নিজের ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘সুমিত নাগাল ও আমার নাম মনোনীত করা হয়েছে বলে ভুল বোঝাচ্ছে ভারতের টেনিস ফেডারেশন। কারণ ২২ জুনের পর আর মনোনয়ন দাখিল করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল আইটিএফ। শুধুমাত্র অসুস্থতা বা চোটের ক্ষেত্রেই মনোনয়ন বদল করা সম্ভব। আইটিএফ-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুমিতের সঙ্গে আমার মনোনয়ন গৃহীতই হয়নি।’ বোপান্নার সুরে সুর মিলিয়ে সানিয়াও জানিয়েছিলেন, ''এই ধরনের কাজ অনভিপ্রেত ও লজ্জাজনক। বোপান্নার সঙ্গে আমি জুটি বেঁধে খেলতে পারলে ভারতের পদক জয়ের আশা বাড়ত। সেই সুযোগ নষ্ট হল। আমাকেও বলা হয়েছিল বোপান্না আর সুমিতের নাম দেওয়া হয়েছে।''