এক্সপ্লোর
Advertisement
আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন ট্রেন্ট বোল্ট
আইপিএলের আগামী মরশুমে বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। কারণ, তাঁকে দিল্লি ক্যাপিটালস মুম্বইয়ের কাছে ট্রেড করেছে। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ বোলারের অভিষেক আইপিএলে হয়েছিল ২০১৪-তে।
নয়াদিল্লি: আইপিএলের আগামী মরশুমে বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। কারণ, তাঁকে দিল্লি ক্যাপিটালস মুম্বইয়ের কাছে ট্রেড করেছে। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ বোলারের অভিষেক আইপিএলে হয়েছিল ২০১৪-তে। তিনি ২০১৮ ও ২০১৯-র সিজনে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে ৩৩ ম্যাচে তিনি নিয়েছেন ৩৮ উইকেট।
মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি ট্রেন্ট বোল্টকে দলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ভালো মানের পেস আক্রমণ নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স সর্বদাই গর্ব অনুভব করেছে। বছরের পর বছর আমাদের বোলাররা আমাদের জন্য বহু ম্যাচ জিতিয়েছেন। এর সেরা উদাহরণ, গত মরশুমের ফাইনাল। বোল্ট মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের সদস্য হওয়ায় আমরা আনন্দিত।আসন্ন মরশুমের দিকে তাকিয়ে রয়েছি। সমস্ত ধরনের ফরম্যাট, বিশেষ করে, সীমিত ওভারের ফরম্যাটে তাঁর অভিজ্ঞতা দলকে সম্বৃদ্ধ করবে বলেই আশা করছি।
অন্যদিকে, ফাস্ট বোলার অঙ্কিত রাজপুত এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। তাঁকে ট্রেড করেছে কিংস ইলেভেন পঞ্জাব। ২০১৮-তে পঞ্জাবে যোগ দিয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। আইপিএলে ২৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২২ উইকেট। আইপিএলে তাঁর স্মরণীয় পারফরম্যান্স ২০১৮-র মরশুমে সানরাইজার্সের হায়দরাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে। ওই ম্যাচে ১৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। পঞ্জাবের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ট্রেড করা হল অঙ্কিতকে। এর আগে এই ফ্র্যাঞ্চাইজি রবিচন্দ্রন অশ্বিনকে বিদায় জানায়। অশ্বিন আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।
আইপিএলের ১৩ তম মরশুমের জন্য ট্রেড উইনডো আজই শেষ হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement