এক্সপ্লোর
Advertisement
বোলাররা আমাকে ভয় পেলেও প্রকাশ্যে স্বীকার করে না, মন্তব্য ক্রিস গেইলের
আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে ১৩ ম্যাচে ৪৯০ রান করেছিলেন। বিশ্বকাপে সেরা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গেইল
লন্ডন: বাইশ গজে ব্যাট হাতে তাণ্ডব চালান। মাঠের বাইরেও সেই ক্রিস গেইল বেশ মজার মানুষ। নিজের পরিচয় দেন 'ইউনিভার্স বস' হিসাবে। ক্যারিবিয়ান তারকা এবার জানালেন, বোলাররা তাঁকে বেশ ভয় পান। যদিও প্রকাশ্যে কেউই সেটা স্বীকার করেন না।
কেরিয়ারের পঞ্চম তথা শেষ বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন গেইল। বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচে ১০৬ ব্যাটিং গড় সহ ৪২৪ রান করেছিলেন। ইংল্যান্ডে পৌঁছে গেইল বলেছেন, 'তরুণদের বিরুদ্ধে পারফর্ম করাটা সহজ নয়। বিশেষ করে আগে আমি দ্রুততর ছিলাম। ওদের সামলানো সহজ ছিল। তবুও বলছি, সকলেই চিন্তিত থাকবে আমার বিরুদ্ধে। ওরা জানে ইউনিভার্স বস কী করতে পারে। আমি নিশ্চিত ওদের মাথায় এই চিন্তা ঘুরতে থাকবে যে, আরে ওই দেখ আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিজে।'
প্রতিপক্ষরা কি আপনাকে ভয় পায়? অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে গেইলের জবাব, 'আপনারা বুঝতে পারছেন না! তাহলে গিয়ে জিজ্ঞেস করুন। ক্যামেরার সামনে সকলে বলবে যে, আমাকে ভয় পায় না। ক্যামেরা সরিয়ে নিয়ে জিজ্ঞেস করুন। প্রত্যেকে বলবে, ওই তো আসল লোক। ভয়ঙ্কর। কিন্তু প্রকাশ্যে কেউই সেটা স্বীকার করবে না। কেউ খোলামেলা হতে পারবে না।' পাশাপাশি গেইল বলেছেন, 'তবে আমি উপভোগ করি। পেসারদের সঙ্গে দ্বৈরথ বরাবরই উপভোগ করি। এরকম দ্বৈরথ বেশ উৎসাহিতও করে তোলে।'
আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে ১৩ ম্যাচে ৪৯০ রান করেছিলেন। বিশ্বকাপে সেরা দেওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। গেইল বলেছেন, 'আমি ছন্দেই আছি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ আর তারপর আইপিএলটা খারাপ কাটেনি। ভাল দিক হল খেলার মধ্যেই রয়েছি। টুর্নামেন্ট শুরুর আগে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ খেলব। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট। মানসিকভাবে দৃঢ় থাকতে চাই।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement