এক্সপ্লোর
বিশ্বকাপে বোলাররাই ম্যাচের রং বদলে দেবে, বলছেন মালিঙ্গা
‘যে দলে দক্ষ বোলার আছে, সেই দল যে কোনও পিচে, যে কোনও পরিবেশেই সুবিধা পাবে।’

লন্ডন: এবারের বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচেই বড় রান উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গার মতে, বোলাররাই ম্যাচের রং বদলে দেবেন। গতকাল সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পর তিনি বলেছেন, ‘ক্রিকেট মূলত ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে। তবে বোলাররা খেলা বদলে দিতে পারে। বোলাররা উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতাতে পারে।’ মালিঙ্গা আরও বলেছেন, ‘যে দলে দক্ষ বোলার আছে, সেই দল যে কোনও পিচে, যে কোনও পরিবেশেই সুবিধা পাবে। বোলারদের দক্ষতা থাকা দরকার। এছাড়া খেলা বিশ্লেষণের ক্ষমতাও থাকতে হবে। বোলারদের দ্রুত উন্নতি করা দরকার এবং পারফরম্যান্সের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। গত দু’বছর ধরে আমি বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। এর ফলে আমার আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে। তবে ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















