এক্সপ্লোর
Advertisement
মার্কাসের জোড়া গোল, মোহনবাগানকে ২-১ হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন গোকুলম এফসি
৮৬ মিনিটে জেস্টিন জর্জ লালকার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর বাকি সময়টা ১০ জনে খেলেও ম্যাচ জিতে নেয় গোকুলম।
কলকাতা: মার্কাস জোশেফের জোড়া গোলে মোহনবাগানকে ২-১ হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল গোকুলম এফসি। বাগানের হয়ে একটি গোল শোধ করেন সালভা চামোরো। তবে তাতে শেষরক্ষা হয়নি। ৮৬ মিনিটে জেস্টিন জর্জ লালকার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর বাকি সময়টা ১০ জনে খেলেও ম্যাচ জিতে নেয় গোকুলম।
এই ম্যাচের শুরু থেকে কেরলের দলটিরই দাপট ছিল। একাধিকবার বিপক্ষের আক্রমণ রুখে দেন বাগান গোলরক্ষক দেবজিৎ মজুমদার। তবে প্রথমার্ধের শেষদিকে তিনিই হেনরিকে আটকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন। পেনাল্টি থেকে গোল করে গোকুলমকে এগিয়ে দেন মার্কাস। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল গোকুলমের পক্ষে ১-০।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন জার্সিধারীরা। তবে গোকুলমও পাল্টা আক্রমণ করছিল। সেরকমই একটি প্রতি-আক্রমণ থেকে ফাঁকায় বল পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরাল শটে দেবজিৎকে হার মানান মার্কাস। ৬৪ মিনিটে বেইতিয়ার ফ্রি-কিক থেকে চামোরোর হেড গোকুলম গোলরক্ষক উবেদের হাত ফসকে জালে জড়িয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি মোহনবাগান। মার্কাস হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি সহজ সুযোগ নষ্ট করেন। শেষদিকে গোকুলম বক্সে ইরশাদের হাতে বল লাগায় পেনাল্টির জোরাল আবেদন জানায় বাগান শিবির। তবে রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement