এক্সপ্লোর
Advertisement
কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ ম্যাকালাম
আইপিএল-এর প্রথম তিন বছর কেকেআর-এর হয়ে খেলেছিলেন ম্যাকালাম।
মুম্বই: আগামী মরসুমের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। কেকেআর-এর পক্ষ থেকে ট্যুইটারে এই ঘোষণা করা হয়েছে। ম্যাকালাম নতুন ভূমিকায় সফল হবেন বলে আশাবাদী কেকেআর কর্তৃপক্ষ।
আইপিএল-এর প্রথম তিন বছর কেকেআর-এর হয়ে খেলেছিলেন ম্যাকালাম। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংস আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা। ২০১২ সালে কেকেআর-এ ফিরে আসেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সেবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিন মরসুম খেলেন ম্যাকালাম। ২০১৭ ও ২০১৮ সালে পরপর দু’বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো।
📣 The announcement you all have been waiting for! 🤩
Put your hands together and welcome @Bazmccullum, our new Head Coach 💜#WelcomeBackBaz #KorboLorboJeetbo pic.twitter.com/tDYz1V9IGz
— KolkataKnightRiders (@KKRiders) August 15, 2019
কেকেআর-এর কোচ হওয়ার পর ম্যাকালাম বলেছেন, ‘এই দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। কলকাতা নাইট রাইডার ফ্র্যাঞ্চাইজি আইপিএল ও সিপিএল-এ দুর্দান্ত সাফল্য পেয়েছে। কেকেআর ও টিকেআর দু’টি দলই দারুণ। আমি ও সাপোর্ট স্টাফরা দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’
কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘ব্রেন্ডন দীর্ঘদিন ধরেই নাইট রাইডার্স পরিবারের অংশ। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সততা, ইতিবাচক ও আক্রমণাত্মক স্টাইল, দলের কাছ থেকে সেরাটা বার করে আনার সহজাত দক্ষতার জন্যই ওকে কেকেআর ও টিকেআর-এর প্রধান কোচ হিসেবে আদর্শ মনে হয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement