এক্সপ্লোর
Advertisement
নিউজিল্যান্ড টেস্টের আগে ইডেনে সরেজমিনে সৌরভ
কলকাতা: ইডেনে ভারত-নিউজিল্যান্ড টেস্টের বাকি মাত্র তিন সপ্তাহ৷ কিন্তু, তার আগেই সিএবির কপালের ভাঁজ বাড়িয়েছে বৃষ্টি৷ লাগাতার বৃষ্টিতে ভিজেছে মাঠ৷ পরিস্থিতি সামাল দিতে হিমসিম গ্রাউন্ডসম্যানেরা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন নিজেই ইডেনে নেমে পড়লেন সিএবি সভাপতি৷ মাঠের অবস্থা খতিয়ে দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ প্রয়োজনীয় পরামর্শও দিলেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে৷ তবে, ইডেনের পিচ নিয়ে চিন্তা থাকলেও আশ্বস্ত করছেন সৌরভ৷ বলেছেন, ৫ দিন পুরোপুরি রোদ দরকার, তাহলেই পিচ ঠিক হয়ে যাবে৷ চিন্তার কিছু নেই৷
ভারতের ঘূর্ণি পিচে ভারতের অস্ত্রেই বিরাটদের ঘায়েল করতে কিউইদের নতুন ফর্মুলা, তিন স্পিনার খেলানো৷ নিউজিল্যান্ডের এই রণকৌশলকে রীতিমত যুক্তিসঙ্গত বলে মনে করছেন সৌরভ৷ বলেন, ভারতের মাটিতে খেলতে আসছে, এটাই স্বাভাবিক।
পুজোর মুখে শহরে ক্রিকেট উত্সব৷ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ঘিরে ইজেনে সাজো সাজো রব৷ আপাতত, সিএবির সিদ্ধান্ত ওই ম্যাচের জন্য বিনামূল্যে ১০ শতাংশ টিকিট দেওয়া হবে৷ মূলত, স্কুলছাত্র ও দুস্থ শিশুদের জন্যই দেওয়া হবে বিনামূল্যে টিকিট৷ তবে, বিশেষ পরিস্থিতিতে এর সংখ্যা বাড়ানোও যেতে পারে বলে খবর৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement