Mohammedan Sporting: শেষ ইস্টবেঙ্গলের আশা, মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের
CFL 2023: কলকাতা লিগের শুরু থেকেই দাপট দেখিয়েছে মহমেডান স্পোর্টিং। তা বজায় রেখেই শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে মিনি ডার্বিতে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে নজির গড়ে ফেললেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা।
কলকাতা: চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারাই ফেভারিট ছিল। শেষ পর্যন্ত তাই হল। কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club) ক্লাব।
কলকাতা লিগের (CFL 2023) শুরু থেকেই দাপট দেখিয়েছে মহমেডান স্পোর্টিং। আর সেই দাপট বজায় রেখেই শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে মিনি ডার্বিতে মোহনবাগানকে (Mohun Bagan) ২-০ গোলে হারিয়ে নজির গড়ে ফেললেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। এদিন মহমেডানের দু'টি গোলই হয়েছে বিরতির আগে। গোল দু'টি করেছেন যথাক্রমে লালরেমসাঙ্গা এবং ডেভিড লালানসাঙ্গা। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতে লিগ জয় নিশ্চিত করে উৎসবে মেতে উঠল মহমেডান।
মোহনবাগান সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল। সেই ম্যাচে হেরে গেল সবুজ-মেরুন শিবির। তাদের এমনিতেই লিগ জয়ের সম্ভাবনা ছিলই না। তবে তারা এদিন জিতলে বা ড্র করলে, লাভ হতো ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে লাল-হলুদ ব্রিগেড বাকি ম্যাচ জিতলে, চ্যাম্পিয়ন হতে পারত। কিন্তু মোহনবাগান হেরে যাওয়ায় ইস্টবেঙ্গলের লিগ জয়ের আশা শেষ হয়ে গেল।
১৯৩৪ থেকে ১৯৩৮। টানা ৫ বছর কলকাতা লিগ জিতেছিল মহমেডান স্পোর্টিং। এরপর লিগ জিতলেও, জয়ের হ্যাটট্রিক হয়নি। ৮৫ বছর পর আবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করে ফেলল মহমেডান স্পোর্টিং। সুপার সিক্সের ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগ ঘরে তুলল সাদা-কালো শিবির।
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒! 🥳🥳🥳
— Mohammedan SC (@MohammedanSC) September 29, 2023
Three-Peat Perfection! 🏆🏆🏆
We've Conquered the Calcutta Football League for the third time in a row!
A Legacy of Champions! 🙌⚽🌟#JaanJaanMohammedan #BlackAndWhiteBrigade #CFL2023 #IndianFootball pic.twitter.com/0LNf14JOxU
প্রিয় দলের হয়ে গলা ফাটাতে এদিন গ্যালারিতে হাজির ছিলেন সাদা-কালো সমর্থকরা। তাঁদের নিরাশ করেননি ফুটবলাররা। লিগ চ্যাম্পিয়ন হয়ে সাদা-কালো সমর্থকদের মুখে ‘জান জান মহমেডান’। খেলার ১৩ মিনিটেগোল করে মহমেডানকে ১-০ এগিয়ে দেন লালরেমসাঙ্গা। ৩৭ মিনিটে ব্যবধান ২-০ করেন ডেভিড।
আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন