এক্সপ্লোর
Advertisement
ফের ধাক্কা চেন্নাই শিবিরে, চোটের জন্য আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না রায়না
চেন্নাই: চোটের জন্য চেন্নাই সুপার কিংস দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেদার যাদব ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন এবারের আইপিএল থেকে । এবার আরও একটা দুঃসংবাদ মহেন্দ্র সিংহ ধোনির দলের কাছে। কাফ মাসলে চোটের জন্য পরবর্তী দুটি ম্যাচ খেলতে পারবেন না সুরেশ রায়না। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের সময় রায়না চোট পেয়েছিলেন। সুনীল নারাইনের একটি বলে এক রান নিতে গিয়ে পেশীতে টান অনুভব করেন রায়না। বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। নারাইনের বলেই আউট হয়ে যান তিনি। সেই চোট সারিয়ে উঠতে পারেননি রায়না। সেজন্য আগামী দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলে চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে জানানো হয়েছে।
আগামী ১৫ এপ্রিল মোহালিতে কিংস ইলেভেন পঞ্চাবের বিরুদ্ধে এবং ২০ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চেন্নাইয়ের।
টুর্নামেন্টের শুরু থেকেই চোট আঘাতে জর্জরিত চেন্নাই। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কেদার যাদব। দ্বিতীয় ম্যাচে সুরেশ রায়না। তবে রায়না দুটি ম্যাচ খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির চোট এখনও সারেনি। প্রি-টুর্নামেন্ট ক্যাম্পের সময় পাঁজরে চোট পেয়েছিলেন মুরলী বিজয়। তিনিও এখনও পুরোপুরি ফিট নন।
এরইমধ্যে কাবেরী নদীর জল সংক্রান্ত বিক্ষোভের কারণে বিসিসিআই চেন্নাইয়ের বাকি হোম ম্যাচগুলি পুনেতে সরিয়ে দিতে বাধ্য হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement