এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ আফ্রিকায় দ্রাবিড় ও ধোনির সাফল্য ছাপিয়ে যেতে পারবেন কোহলি?
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে নতুন বছর শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশে প্রথম বার হারানোর লক্ষ্যে চেষ্টার কসুর করবে না বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এই লক্ষ্যে সিরিজে আগামীকাল কেপটাউনে প্রথমবার পরীক্ষার সামনে পড়তে হবে ভারতকে।
১৯৯২ থেকে দক্ষিণ আফ্রিকা সফর করছে ভারত। কিন্তু সে দেশে ভারতের রেকর্ড আদৌ উজ্জ্বল নয়। সে দেশে মাত্র দুটি টেস্টেই জয় পেয়েছে ভারত। কিন্তু সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে দেশে ১৫ টি টেস্টের মধ্যে ২ টিতে জিতেছে ভারত। হারের সম্মুখীন হতে হয়েছে সাতটি ম্যাচে। ড্র হয়েছে ছয়টি ম্যাচ।
দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জয় এসেছে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে। দ্বিতীয়টি এসেছে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে।
২০০৬-এ দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জয়ী হয়েছিল ভারত। ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারত ২৪৯ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে দ্রাবিড়ের ভারত ২৩৬ রান করে। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭৮ রানে অল আউট হয়ে যায়। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় ভারত।
এরপর ২০১০-এ দ্বিতীয় টেস্ট জিততে সক্ষম হয় ভারত। ডারবানে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ধোনির ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত মাত্র ২০৫ রানে অল আউট হয়ে যায়। কিন্তু জাহির খান ও হরভজন সিংহের দুরন্ত বোলিংয়ের সামনে প্রোটিয়াদের ইনিংস মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ভারত করে ২২৮ রান। জবাবে ২১৫ রানে অল আউট হয়ে যায় আয়োজক দেশ। ভারত ম্যাচ জেতে ৮৭ রানে।
বর্তমানে দারুন ছন্দে রয়েছে ভারতীয় দল। ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন। উমেশ-শামি-ভূবনেশ্বর-ইশান্তদের নিয়ে গড়া ভারতীয় পেস অ্যাটাক যে কোনও দলের ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিয়ে পারে। এছাড়াও স্পিন বিভাগে রয়েছেন অশ্বিন-জাদেজার মতো বোলার।
অনেক বিশেষজ্ঞই মনে করছেন, দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ের জোরাল সম্ভাবনা রয়েছে ভারতের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement