এক্সপ্লোর
Advertisement
ধরা পড়ল স্ট্যাম্প মাইকে: অশ্বিনকে ‘খোঁচা’, ডিআরএস নষ্ট না করতে কোহলিকে পরামর্শ ধোনির
অ্যান্টিগা: গ্লাভস হাতে মহেন্দ্র সিংহ ধোনির দাপট তাঁর ব্যাটিংয়ের মতোই। উইকেটের পিছনে তাঁর অসাধারণ ক্ষিপ্রতা বিপক্ষের ব্যাটসম্যানদের ত্রাসের কারণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজেও তার ব্যতিক্রম হয়নি।
উইকেটের পিছনে দাঁড়িয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের প্রতি তাঁর পর্যবেক্ষণ ও বিশ্লেষণও চমত্কার।
তৃতীয় ম্যাচে ব্যাট হাতে দেখা গিয়েছে ভিন্টেজ ধোনিকে। এরপর স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়েও তিনি ছিলেন সরব। কুলদীপ যাদবকে গাইড করার পাশাপাশি আর অশ্বিনকেও খোঁচা দিলেন তিনি।
অশ্বিন একটা বলে আউটের আদেবন করেন। সেই ফাঁকে একটা সহজ রান আউটের সুযোগ মিস হয়ে যায়। এরপর অশ্বিনের উদ্দেশে ধোনির সরস মন্তব্য, ‘বল দেখো অ্যাশ, কাঁহা ধ্যান হ্যায়? (বল দেখো, অ্যাশ, মন কোথায় রয়েছে?’)
ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ধোনির মতামতের ওপর অনেকাংশে নির্ভর করেন অধিনায়ক কোহলি। স্ট্যাম্প মাইকে ধোনিতে বলতে শোনা যায়, ‘লেগ স্ট্যাম্পকে বাহার যা রহি হ্যায়। রিভিউ খারাপ হো জায়েগা অউর কুছ নেহি।(লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল বল, রিভিউ খারাপ হবে আর কিছু নয়’।)
স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে তরুণ স্পিনার কুলদীপকে গাইড করতেও দেখা গেল ধোনিকে। স্ট্যাম মাইকে ধোনিকে বলতে শোনা গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটস্যান রভম্যান পাওয়েল কী করতে পারেন। বললেন, ‘ও (পাওয়েল) সামনে এগোবে না। ক্রিজের ভেতর থেকেই মারার চেষ্টা করবে’।
অতীতেও বোলারদের এভাবেই পরামর্শ দিয়েছেন ধোনি। সময় সময় ফিল্ডারদের সঠিক জায়গা নেওয়ার কথা বলেছেন। কখনও কখনও সতীর্থদের অঙ্গভঙ্গি করে মজাও করেছেন।
দেখুন ভিডিও-
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement