এক্সপ্লোর
Advertisement
ফের করোনা পজিটিভ, মেসির সঙ্গে দ্বৈরথ ফসকাচ্ছেন রোনাল্ডো
পর্তুগালের জাতীয় দলের হয়ে নেশনস লিগে খেলার মাঝে ১৩ অক্টোবর প্রথমবার করোনা ধরা পড়ে রোনাল্ডোর। কোনও উপসর্গ বা শারীরিক অসুবিধা ছিল না যদিও। সমস্যা না থাকলেও এখনও করোনার কবলমুক্ত হননি রোনাল্ডো। আর তার জেরেই জুভেন্তাসের হয়ে বার্সেলোনার বিরুদ্ধে নামা হচ্ছে না পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের।
তুরিন: বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার মেয়াদ বাড়ল। আপাতত হচ্ছে না লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথ। কারণ, করোনাভাইরাস। দ্বিতীয়বারের কোভিড টেস্টে দেখা গিয়েছে এখনও পজিটিভ সিআর সেভেন। তাই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে নামতে পারছেন না রোনাল্ডো। বুধবার মাঝরাতের মহারণে খেলতে গেলে নিদেনপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে মারণ ভাইরাসের প্রকোপমুক্ত হতে হত জুভেন্তাসের মহাতারকাকে। কিন্তু দুর্ভাগ্যবশতঃ তেমনটা হয়নি। যার জেরেই বার্সেলোনা বিরুদ্ধে আন্দ্রে পিরলো পাচ্ছেন না তাঁর আক্রমণ ভাগের সেরা অস্ত্রকে।
পর্তুগালের জাতীয় দলের হয়ে নেশনস লিগে খেলার মাঝে ১৩ অক্টোবর প্রথমবার করোনা ধরা পড়ে রোনাল্ডোর। কোনও উপসর্গ বা শারীরিক অসুবিধা ছিল না যদিও। সমস্যা না থাকলেও এখনও করোনার কবলমুক্ত হননি রোনাল্ডো। আর তার জেরেই জুভেন্তাসের হয়ে বার্সেলোনার বিরুদ্ধে নামা হচ্ছে না পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের।
ফের একবার মাঠে মহাকাঙ্খিত মেসি-রোনাল্ডো যুদ্ধ দেখতে ফের মাসখানেকের কিছুটা বেশি অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের। ডিসেম্বরের ৮ তারিখ মাঝরাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপর্বের শেষ রাউন্ডে ফের মুখোমুখি হবে বার্সেলোনা, জুভেন্তাস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement