(Source: ECI/ABP News/ABP Majha)
Champions League draw: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বেই মেসি- রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা
Champions League draw: চলতি মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষণা করেছে উয়েফা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস ছাড়ার জল্পনা শুরু হওয়ার পরই মেসির সঙ্গে দ্বৈরথের সম্ভাবনা বেড়েছে।
জুরিখ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হতে চলেছে পিএসজি ও ম্যান সিটি। আর সবকিছু ঠিক থাকলে মেসি-রোনাল্ডো দ্বৈরথও দেখার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। চলতি মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষণা করেছে উয়েফা। আর এরপরই সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস ছাড়ার জল্পনা শুরু হওয়ার পরই মেসি- রোনাল্ডাে দ্বৈরথের সম্ভাবনাও বেড়েছে। তার কারণ কিছুদিন আগেই বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তারকা আর্জেন্তাইন সুপারস্টার। অন্যদিকে ২০১৮ সালে জুভেন্তাস যোগ দেওয়ার পর ও এবার ইতালির ক্লাব ছেড়ে দিতে চলেছেন রোনাল্ডো, এমনই কথা শোনা যাচ্ছে।
এদিকে ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা আবার মেসির প্রাক্তন কোচও। কারণ বার্সায় গুয়ার্দিওয়ালার কোচিংয়ে খেলেছেন মেসি। এবার প্রাক্তন কোচের বিরুদ্ধেই খেলতে নামবেন মেসি। ম্যান সিটির হয়ে অন্য টুর্নামেন্ট জিতলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ খেতাব অধরাই রয়ে গিয়েছে গুয়ার্দিওয়ালার। রোনাল্ডোকে যদি ম্যান সিটি পেয়ে যায় তবে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগেই আরও শক্তিশালী হয়ে উঠবে ইংল্য়ান্ডের ক্লাবটি। মেসির সঙ্গে লড়াইও জমবে। ২০২৩ সাল পর্যন্ত রয়েছে গুয়ার্দিওয়ালার সঙ্গে ম্যান সিটির চুক্তি। সেই চুক্তি শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে মরিয়া পেপ।
চ্যাম্পিয়ন্স লিগ খেতাব দখলে রাখা চেলসির বিরুদ্ধে খেলবে জুভেন্তাস। ফলে রোনাল্ডোর ম্যান সিটিতে যাওয়া কোনওভাবে সম্ভব যদি না হয় তাহলে চেলসিকে রাখতে হবে রোনাল্ডোকে থামানোর ছক। বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখের মতো হাইভোল্টেজ ম্যাচও দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে খেলতে হবে ভিয়ারিয়ালের বিরুদ্ধে, রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলানের ম্যাচও হবে জমজমাট। তবে গ্রুপ পর্বে পিএসজি ও জুভেন্তাস রয়েছে যখন তখন এই গ্রুপ এ কেই গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। গত মরসুমে সেমিতে হারতে হয়েছিল পিএসজিকে। এবার পিএসজি সেই হারের বদলা নিতে পারে কিনা তা দেখার।