এক্সপ্লোর
Advertisement
দেখুন: স্লিপে দাঁড়িয়ে এমন স্বপ্নের ক্যাচ ধরলেন ক্রিস গেইল! চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত
কলকাতা: স্লিপে দাঁড়িয়ে ছিলেন ক্রিস গেইল। ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল ধেয়ে এল। চকিতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়লেন তিনি। বাঁহাতে তালু থেকে ঠিকরে বল কিছুটা ওপরে উঠে যায়। গেইলের শরীর তখনও শূন্যে। সেই অবস্থাতেও ডান হাত বাড়িয়ে বল তালুবন্দী করলেন তিনি। এমন ক্যাচ ধরা গেইল তো বটেই, যেকোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা হল, ফিল্ডিংয়ে ক্রিস গেইলের অ্যাক্রোবেটিক স্টান্ট খুব একটা দেখা যায় না। আর সেই গেইল গ্লোবাল টি ২০ লিগের ফাইনালে ক্রিকেটে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ক্যাচটি ধরলেন।
ভ্যাঙ্কুবার নাইটস এর অধিনায়ক গেইল এই দুরন্ত রিফ্লেক্স ক্যাচের মাধ্যমে ম্যাচে নিজের ছাপ রাখলেন। ওয়েস্ট ইন্ডিজ বি-র ইনিংসের ১৪ তম ওভারে ফাওয়াদ আহমেদের লেগ স্পিন কাভেম হজ ব্যাকফুটে গিয়ে খেলেন। বল ব্যাট ছুঁয়ে স্লিপের দিকে চলে যায়। গেইলকে দ্রুত তাঁর অবস্থান বদল করতে হয়, কারণ তিনি প্রথমে ডানদিকে সরছিলেন। চকিতে বাঁদিকে ঝাঁপ দিয়ে বলটি ধরার চেষ্টা করেন। ব্যাট হাতে সেভাবে সফল না হলেও ম্যাচে এভাবে ফিল্ডিংয়ের উজ্জ্বল অবদান রাখলেন গেইল। তাঁর দলই ম্যাচ জেতে।Great catch from Gayle. #GT20Canada pic.twitter.com/Hc30H1ghLJ
— Tanzeel (@Tanzeelified) July 16, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement