দক্ষিণ আফ্রিকায় ভারতের পরাজয় পর্যালোচনা করবে বোর্ডের প্রশাসনিক কমিটি
নয়াদিল্লি: সফর শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যডমিনিস্ট্রেটর্স (সিওএ) বা প্রশাসনিক কমিটি।
কেপটাউন ও সেঞ্চুরিয়ন টেস্ট হেরে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে। আগামীকাল থেকে জোহানেসবার্গ থেকে শুরু হচ্ছে তৃতীয় তথা শেষ টেস্ট। এদিন মুম্বইয়েত সিওএ-র বৈঠক বসে।
সেখানেই এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে। কমিটির এক সদস্য বলেন, আমরা টিম ম্যানেজারের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরই পর্যালোচনা করব।
বিনোদ রাই-এর নেতৃত্বাধীন সিওএ বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অপর ২ গুরুত্বপূর্ণ সদস্য ডায়না এদুলজি এবং বিসিসিআই সিইও রাহুল জোহরি। তবে, বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সি কে খন্না ও ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরিকে ডাকা হয়নি।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় চলতি টেস্ট সিরিজ হারের পর বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, এই সফরের আগে ভারতীয় দল ঠিকমতো প্রস্তুতি নেয়নি।
তাঁদের যুক্তি, কোনও প্রস্ততি ম্যাচ না খেলেই টেস্টে নামা উচিত হয়নি বিরাটদের। আবার অনেক বিশেষজ্ঞের মতে, দক্ষিণ আফ্রিকা সফরের আগে শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে খেলা কোনওভাবেই ঠিক হয়নি ভারতের।