PV Sindhu: কোভিড আতঙ্ক সিন্ধুকে নিয়ে, কমনওয়েলথ শুরুর আগেই কি চাপ বাড়ল ভারতের?
Commonwealth Games 2022: ২৫ জুলাই ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল ভারতের ১০ জন অ্যাথলিট। গেমস ভিলেজের নিয়ম অনুসারে প্রত্যেক অ্যাথলিটকে তিন দিন অন্তর কোভিড টেস্ট করাতে হবে।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা এসেছিল। নীরজ চোপড়ার (Neeraj Chopra) চোটের জন্য ছিটকে যাওয়া টুর্নামেন্ট থেকে। কিন্তু এবার আরও আরও এক আজানা চিন্তা বাড়ল। আর তা হল পি ভি সিন্ধুর (PV Sindhu) করোনা রিপোর্ট নিয়ে। আজ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে নাম ছিল সিন্ধুর। কিন্তু জানা গিয়েছে যে তার আগে সিন্ধুর করোনা রিপোর্টে কিছু গোলমাল ধরা পড়েছে।
ঠিক কী হয়েছে সিন্ধুর করোনা রিপোর্টে?
গত ২৫ জুলাই ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল ভারতীয় অ্যাথলিটদের একাংশ। সংখ্যাটা খুব সম্ভবত ১০ জন ছিলেন। গেমস ভিলেজের নিয়ম অনুসারে প্রত্যেক অ্যাথলিটকে তিন দিন অন্তর কোভিড টেস্ট করাতে হবে। সেই অনুযায়ী সিন্ধুর কোভিড টেস্ট করা হলে, জানা যায় যে সেই রিপোর্টে কিছু গোলমাল ধরা পড়েছে। গতকাল পতাকা বাহকের নাম হিসেবে সিন্ধুর নাম এই জন্যই একটু দেরিতে ঘোষণা করা হয়। কারণ নীরজ চোপড়া ছিটকে যাওয়ার পর এটা নিশ্চিত ছিল যে সিন্ধুই দেশের পতাকা বাহক হবেন উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু গতকাল আচমকাই কোভিড রিপোর্টে কিছু গণ্ডগোল ধরা পড়ে। এরপরই সিন্ধুকে আইসোলেশনে পাঠানো হয়। যদিও দ্বিতীয়বার টেস্ট করানোর পরে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু টু্র্নামেন্ট শুরুর আগে ভারতের সেরা অ্যাথলিটকে নিয়ে চাপ বাড়ল বই কমল না কিন্তু।
আজ কমনওয়েলথ গেমসের উদ্বোধন
আজ থেকে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস। ইংল্যান্ডের প্রাণশহর বার্মিংহ্যামে বসছে এই টুর্নামেন্টের আসর। সেজে উঠেছে গোটা শহর। কমনওয়েলথের বিজ্ঞাপনের বিলবোর্ড, ফেস্টুনে ছেয়ে গিয়েছে পুরো। এবারের কমনওয়েলথের অফিশিয়াল ম্যাসকট পেরি। যার ছবি দেখা যাচ্ছে বার্মিংহ্যামের রাস্তায় রাস্তায়। উল্লেখ্য, এই নিয়ে মোট ৩ বার কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে ইংল্যান্ড। আজ উদ্বোধন হতে চলেছে টুর্নামেন্টের।
আরও পড়ুন: আজ ঢাকে কাঠি, কমনয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখবেন?