Modi on Nikhat : 'দেশের গর্ব', নিখাতের ধারাবাহিকতায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
Nikhat Zareen : 'সোনার' মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তাঁকে জানালেন অভিনন্দন।
নয়া দিল্লি : তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ গেসমে (CWG 2022) আজই সোনা জিতে নিয়েছেন নিখাত জারিন (Nikhat Zareen)। আর এই 'সোনার' মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তাঁকে জানালেন অভিনন্দন।
প্রধানমন্ত্রীর ফেসবুক হ্যান্ডলে লেখা হয়েছে, "নিখাত জারিন ভারতের গর্ব । উনি একজন বিশ্বমানের অ্যাথলিট, যার দক্ষতা প্রশংসিত। কমনওয়েলথ গেমসে সোনা জেতায় ওঁকে অভিনন্দন। অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন। ভবিষ্যতের জন্য তাঁকে অভিনন্দন।"
নিজেদের বিভাগে দিনের শুরুর দিকেই সোনা জিতেছিলেন নীতু এবং অমিত পাংহাল। তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ গেসমে (CWG 2022) আজই ফের সোনা জেতেন আরেক বক্সার। তিনি আর কেউ নন নিখাত জারিন (Nikhat Zareen)।
আরও পড়ুন ; বক্সিং থেকে তৃতীয় সোনা, নীতু, অমিতের পর এবার জিতলেন নিখাত
দাপুটে জয়
৫০ কেজি (ফ্লাইওয়েট) বিভাগে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কার্লি এমসি নলকে ৫-০ পরাজিত করলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের গর্ব, নিখাত। কার্লি কিন্তু নিখাতকে বেশ বেগ দেবে বলে অনেকেই মনে করছিলেন। তবে নিখাত শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখান। এই নিয়ে আজ চতুর্থ সোনা এল ভারতের ঝুলিতে। মোট স্বর্ণপদক সংখ্যা বেড়ে হল ১৭। এই জয়ের ফলে ভারত চলতি গেমসের পদক তালিকায়ও উপরে উঠে এল। ১৭টি সোনা, ১২টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ জয়ের সুবাদে ভারত বর্তমানে পদক তালিকায় চার নম্বরে রয়েছে।
এর আগে দিনের শুরুতে অমিত পাংহাল ফ্লাইওয়েট (৪৮ কেজি থেকে ৫১ কেজি) বিভাগে ভারতকে সোনা জেতেন। তাঁর বিরুদ্ধে ফাইনালে প্রতিপক্ষ ছিলেন কিয়ারান ম্যাকডোনাল্ড। ইংলিশ বক্সারকে ৫-০ হারান তিনি। ফলে পদকের রং বদলাল অমিতের। ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন অমিত, এবার উন্নতি ঘটিয়ে জিতে নিলেন সোনা। অপরদিকে, প্রথম কমনওয়েলথ গেমসে নেমেই সোনা জিতলেন নীতুও। মহিলাদের বক্সিংয়ের মিনিমামওয়েট (৪৫ কেজি থেকে ৪৮ কেজি) ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার।