Indian Hockey Gets Silver: অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে বিধ্বস্ত, রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে
CWG 2022: ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ গোল হজম করতে হয়েছিল ভারতকে। গোটা ম্যাচে একটাও পেনাল্টি কর্নার পায়নি ভারত।
বার্মিংহাম: মহিলা হকি দল পারেনি। কিন্তু পুরুষ দলের কাছে সোনার প্রত্যাশাই করেছিলেন ভারতীয় হকি প্রেমীরা। সোমবার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত (Ind vs Aus)। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ হল। ভারতকে ৭ গোলের মালা পরিয়ে দিল অস্ট্রেলিয়া। জিতে নিল সোনা। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
একপেশে ম্যাচ
ফাইনালে ভারতীয় দলকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। তাদের হয়ে গোল করেন ব্লেক গোভার্স, নাথান এফ্রামস, জেকব অ্যান্ডারসন, টম উইকহ্যাম ও ফিন ওগিলভি।
গতবারের সোনাজয়ী অস্ট্রেলিয়ার মুহূর্মুহূ আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে যায় ভারতের রক্ষণ। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকি অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে প্রত্যেকবারই সোনা জিতেছেন অজিরা। এর আগে ২০১০ ও ২০১৪, পরপর দুই কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। দুবারই শেষ হাসি তোলা ছিল অজিদের জন্য। এবারও তার অন্যথা হল না। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ গোল হজম করতে হয়েছিল ভারতকে। গোটা ম্যাচে একটাও পেনাল্টি কর্নার পায়নি ভারত। অস্ট্রেলিয়ার গোল লক্ষ্য করে একমাত্র শটটি মেরেছিলেন আকাশদীপ সিংহ। যা অজি গোলকিপার রুখে দেন।
শরথের সোনা
কমনওয়েলথ গেমসের মঞ্চে ব্যাডমিন্টনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ভারত। মহিলাদের সিঙ্গলসে পি ভি সিন্ধু ও পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সোনা জিতেছেন। এবার পুরুষ ডাবলসেও এল সোনা। জিতলেন সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
কমনওয়েলথ গেমসে সোমবারও ভারতের সোনার দিন হয়ে রইল। শুরুটা করেছিলেন পি ভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে সোনা জিতেছিলেন। তারপর পুরুষ সিঙ্গলসে সোনা জেতেন লক্ষ্য সেন। টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন শরথ কমল (Sharath Kamal)।
গত জুলাইয়ে চল্লিশ সম্পূর্ণ করে ফেলেছেন শরথ কমল। কিন্তু বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন ভারতীয় শাটলার। বয়সটা যেন তাঁর কাছে নিছকই একটা সংখ্যা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা বলে থাকেন, বয়স নয়, দক্ষতাই মাপকাঠি। যে মাপকাঠিতে সসম্মানে উত্তীর্ণ শরথ কমল।
ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে ৪-১ গেমে হারিয়ে সোনা জিতলেন কমল। প্রথম গেম ১১-১৩ ব্যবধানে হেরে গিয়েছিলেন শরথ কমল। তারপর ঘুরে দাঁড়িয়ে টানা চার গেম জেতেন। ম্যাচের ফল ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬ ও ১১-৮। ১৬ বছর পর কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতলেন শরথ কমল। ২০০৬ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমেছিলেন। তারপর থেকে শরথের কমনওয়েলথ গেমসে ১৩তম পদক জয় হয়ে গেল।
আরও পড়ুন: প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে ব্যাডমিন্টনে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর