Commonwealth Games: টেবিল টেনিসে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে মনিকা-সাথিয়ান জুটি
Commonwealth Games 2022: মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন মনিকা বাত্রা এবং জি সাথিয়ান। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছেন তাঁরা। প্রথম রাউন্ডে অবশ্য বাই পেয়েছিলেন।
বার্মিংহ্যাম: টেবিল টেনিসে মিক্সড ডাবলসে জয় ভারতের। জয় পেলেন মনিকা বাত্রা (Manika Batra) ও জি সাথিয়ান (Sathiyan Gnanasekaran) জুটি। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন তাঁরা। দ্বিতীয় রাউন্ডে ঘানার জুটির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেলেন মনিকা-সাথিয়ান জুটি।
মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন মনিকা বাত্রা এবং জি সাথিয়ান। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছেন তাঁরা। প্রথম রাউন্ডে অবশ্য বাই পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে ১১-১, ১১-৩, ১১-১ ব্যবধানে জয় পেলেন ভারতীয় জুটি।
সেমিতে ভাবিনা পটেল
টোকিও প্যারালিম্পিক্সের মঞ্চে রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এবার আরও একবার নিজের জাত চেনাচ্ছেন ভাবিনা পটেল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্যারা ইভেন্টে টেবিল টেনিসে নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছে ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা।
এর আগের ২ টো ম্যাচেও জয় পেয়েছিলেন ভাবিনা। অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েলা ডি তোরোর বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এছাড়াও ভাবিনা জয় পেয়েছিলেন নাইজেরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা। উল্লেখ্য, আগামী শুক্রবার সেমিফাইনালে খেলতে নামবেন ভাবিনা।
ভাবিনা জিতলেও হেরে গিয়েছেন ভারতের আরেক প্যারা টেবিল টেনিস প্লেয়ার বেবি শাহানা রবি। অস্ট্রেলিয়ার প্রতিযোগীর বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হল তাঁকে। এর আগের ২টো ম্যাচেও হেরে গিয়েছিলেন শাহানা রবি। যার জন্য টানা তিন ম্যাচ হেরেই কমনওয়েলথের আসর থেকে ছিটকে যেতে হল তাঁকে।
নীরজের বার্তা
কমনওয়েলথ গেমসে ভারতীয় পতাকা বাহক হিসেবে সবার আগে নাম ছিল নীরজের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান তিনি। নিজের ট্যুইটারে এক বার্তায় নীরজ জানিয়েছেন, ''আমি নিজেকে প্রস্তুত করছি ধীরে ধীরে আরও ফিট হয়ে যাতে নামতে পারি, তার জন্য। তবে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী প্রত্যেক ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানাচ্ছি আমি।''