(Source: ECI/ABP News/ABP Majha)
Commonwealth Games 2022 : কমনওয়েলথে অব্যাহত ধারাবাহিকতা, ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ সন্দীপ কুমারের
Sandeep Kumar : দিয়েছেন নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ৩৮:৪৯.২১। আগের দিনেই মহিলা বিভাগের ফাইনালে রুপো জিতেছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী।
বার্মিংহাম : কমনওয়েলথ গেমস ২০২২-এ একের পর এক চোখধাঁধানো প্রদর্শন। সেই তালিকায় নতুন সংযোজন সন্দীপ কুমার। ১০ হাজার মিটার পুরুষ রেস ওয়াকে জিতে নিলেন ব্রোঞ্জ। এই সাফল্য অর্জনে উজার করে দিয়েছেন নিজেকে। দিয়েছেন নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ৩৮:৪৯.২১। আগের দিনেই মহিলা বিভাগের ফাইনালে রুপো জিতেছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী।
১০ হাজার মিটার পুরুষ রেস ওয়াকে সোনা জিতে নিয়েছেন কানাডার ইভান ডানফি। তাঁর টাইমিং ৩৮: ৩৬.২৭। যা কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড। এটা তাঁর নিজস্ব সেরা পারফরম্যান্সও। এদিকে একই বিভাগে রুপো জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার ডেকলান টিঙ্গেও। তাঁর টাইমিং ৩৮:৪২.৩৩। টিঙ্গেরও এটা সেরা পারফরম্যান্স।
একের পর এক সাফল্য-
কমনওয়েলথ গেমসে ইতিহাস তৈরির কাজ অব্য়াহত। কিছুক্ষণ আগেই বক্সিংয়ে সোনা জিতেছিলেন নীতু ও অমিত পাংহাল। এরপর ভারতকে সোনা এনে দেন এল্ডহোস পালও।
আরও পড়ুন ; শাপমোচন! ১৬ বছর পর পদক জিতল ভারতীয় মহিলা হকি দল
পুরুষদের ট্রিপল জাম্পে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতকে ট্রিপল জাম্পে প্রথম সোনা জেতালেন এল্ডহোস পাল। তিনি ১৭.০৩ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে সোনা জিতলেন। অল্পের জন্য় সোনা হাতছাড়া আরেক ভারতীয় আব্দুল্লা আবুবাকেরের। তিনি ১৭.০২ মিটার লাফিয়ে রুপো জিতলেন। এই বিভাগে তৃতীয় ভারতীয় হিসাবে অংশগ্রহণ করা প্রবীণ চিত্রাভেল পঞ্চম স্থানে শেষ করেন। তাঁর লাফে তিনি ১৬.৮৯ মিটার অতিক্রম করেছিলেন।
এদিকে টোকিও অলিম্পিক্স ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় হকি দলেরই পুনরুত্থানের সাক্ষী ছিল। সেই ধারা অব্যাহত রইল বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)। ২০০৬ সালে মেলবোর্নে রুপো জয়ের ১৬ বছর পর ভারতীয় মহিলা হকি (Indian women hockey team) দল আবারও পদক জিতল।
রবিবার (৭ অগাস্ট) ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারাল ভারতীয় দল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরেই গোল্ড জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এদিন সেই টাই ব্রেকারে জিতেই আসল সোনা। সাধারণত যেমনটা হয়ে থাকে, ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করলেন দলের গোলকিপার তথা অধিনায়িকা সবিতা পুনিয়া (Savita Punia)। তাঁর দৌলতেই এবার আর কমনওয়েলথ থেকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না ভারতের মহিলা হকি দলকে।