CWG 2022 Hockey: ঘানাকে ৫-০ গোলে উড়িয়ে হকিতে যাত্রা শুরু ভারতের মহিলা দলের
CWG Hockey: জোড়া গোল করে ভারতের জয়ের কারিগর গুরজিৎ কৌর। দলের হয়ে বাকি তিন গোল করেছেন নেহা, সঙ্গীতা কুমারী ও সালিমা টেটে।
![CWG 2022 Hockey: ঘানাকে ৫-০ গোলে উড়িয়ে হকিতে যাত্রা শুরু ভারতের মহিলা দলের Commonwealth Games 2022 Womens Hockey India Beats Ghana 5-0 CWG 2022 Day 1 Hockey Match IND vs GHA CWG 2022 Hockey: ঘানাকে ৫-০ গোলে উড়িয়ে হকিতে যাত্রা শুরু ভারতের মহিলা দলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/29/a6c24d113ffd29bc99138375959682661659107997_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহাম: কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের মহিলা দলের শুরুটা হল দুরন্তভাবে। প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত (Ind vs Ghana)। জোড়া গোল করে ভারতের জয়ের কারিগর গুরজিৎ কৌর। দলের হয়ে বাকি তিন গোল করেছেন নেহা, সঙ্গীতা কুমারী ও সালিমা টেটে।
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে হকিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে এবার আরও ভাল ফল করার জন্য মরিয়া মহিলা দল। এর আগে একবারই হকিতে ঘানার মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা দল। ২০১৪-১৫ সালে হকি ওয়ার্ল্ড লিগের সেই ম্যাচে ঘানাকে ১৩-০ গোলে চূর্ণ করেছিল ভারত। শুক্রবারও শুরু থেকে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত সবিতা পুনিয়ারা ৫-০ গোলে জয় পান।
শিবার জয়
কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা থাপা। প্রথম ম্যাচেই অবশ্য তাঁর সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বক্সার সুলেমান বালোচ ধারে ও ভারে শিবার চেয়ে হয়তো অনেকটাই পিছিয়ে। কিন্তু হাজার হোক তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন। আর ভারত-পাক মুখোমুখি সাক্ষাৎ মানেই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, শুরু হয়ে যায় স্নায়ুর লড়াই।
যে লড়াইয়ে অঙ্ক কষে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন শিবা। শুরু থেকেই রিংয়ে দেখা গেল শিবার দাপট। প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ ব্যবধানে উড়িয়ে দিলেন। লাইট ওয়েল্টার বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ২৮ বছর বয়সী বক্সার। পাঁচবারের এশিয়া চ্যাম্পিয়ন বক্সারের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি বালোচ।
টেবিল টেনিসেও ভাল শুরু
ভারতীয় মহিলা টেবিল টেনিস দলও প্রথম দিনে নেমেছিল। আর নেমেই জয় পেলেন মণিকারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একেবারে দাপুটে ভঙ্গিমায় জয় অর্জন করে নিল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এদিন ডবলস ইভেন্টে প্রথমে খেলতে নামে শ্রীজা অকুলা ও রিথ টেনিসন জুটি। তারা দক্ষিণ আফ্রিকান জুটি লেইলা এডওয়ার্ডস ও দনীশা পটেলের জুটিকে ১১-৭, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করে। এর পরের ম্যাচে সিঙ্গলসে নামেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিও দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতে নেন।
আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারল ভারত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)