Commonwealth Games 2022: জুডো থেকে তৃতীয় পদক জয়ের সম্ভাবনা প্রবল, সেমিতে উঠলেন তুলিকা
Tulika Mann: সুশীলা দেবী ও বিজয় কুমার ইতিমধ্যেই চলতি গেমসে ভারতকে জুডো থেকে পদক এনে দিয়েছেন। এবার তুলিকা সেমিফাইনালে কোয়ালিফাই করায় আরও একটি পদক জয়ের সম্ভাবনা প্রবল।
বার্মিংহাম: ভারতীয় সেরা জুডোকারদের মধ্যে একেবারে শীর্ষে থাকে তাঁর নাম। সেই তুলিকা মানই (Tulika Maan) বুধবার (৩ অগাস্ট) ২২তম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ষষ্ঠ দিনে পদক জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
জুডোর ৭৮ কেজি বিভাগে তুলিকা মরিশাসের ট্রেসি ডুরহোনেকে পরাজিত করেন। এর ফলে তিনি সেমিফাইনালে নিজের টিকিট পাকা করে ফেললেন। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে জুডোতে এখনও পর্যন্ত দুটি পদক জিতেছে ভারত। চোটকে বুড়ো আঙুল দেখিয়ে সুশীলা দেবী রুপো জিতেছিলেন। ব্রোঞ্জ পদক পয়েছেন বিজয় কুমার। এবার তুলিকা সেমিতে কোয়ালিফাই করায়, আরও একটি পদক জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারত।
#Judo Update 🚨
— SAI Media (@Media_SAI) August 3, 2022
Tulika Maan (+78 Kg) defeated Tracy Durhone of Mauritius in the Quarter Finals. She will now advance to the Semi-finals 🤟
All the best Champ👍#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/NcHHlUwzFb
আশা জাগিয়েও পারলেন না দীপক
আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না ভারতের জুডোকা দীপক দেশওয়াল (Deepak Deswal)। পুরুষদের ১০০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেও হেরে গেলেন দীপক। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। বুধবার প্রথম ম্যাচে ক্যামেরনের এরিক জিন সেবাস্তিয়েন ওমবাকে হারিয়ে দেন দীরপক। রাউন্ড অফ সিক্সটিনে ইপ্পন প্যাঁচে প্রতিপক্ষকে কাবু করেন তিনি। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে ম্যাচ জিতে নেন। কোয়ার্টার ফাইনালে উঠে অবশ্য হেরে গেলেন দীপক।
লভপ্রীতের বোঞ্জ
চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ফুল ফোটাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। বার্মিংহামে ভারতীয় ভারোত্তোলকরা ইতিমধ্যেই আটটি পদক দিয়েছেন দেশকে। বুধবার, কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে সকলের নজর ছিল লভপ্রীত সিংহের (Lovepreet Singh) দিকে। যিনি পুরুষদের ১০৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ব্রোঞ্জ জিতে সকলের আস্থার মর্যাদা রাখলেন লভপ্রীত।
আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন