এক্সপ্লোর
Advertisement
কোহলি ৬ নম্বরে ব্যাট করে না, তাই আমার সঙ্গে তুলনা অর্থহীন, দাবি উমর আকমলের
করাচি: ভারতের অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি ব্যাটিংকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। ফলে ক্রিকেটবিশ্ব তাঁকে ধন্য ধন্য করছে। অন্যদিকে, সমসাময়িক দুই পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল ও আহমেদ শেহজাদ ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। বিশেষ করে দলের প্রয়োজনের মুহূর্তে এই দুই ক্রিকেটারই রান করতে ব্যর্থ হচ্ছেন। ফলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে আকমলদের। কোহলির পারফরম্যান্সের কথা উল্লেখ করে খোঁচা দেওয়া হচ্ছে। এবার সেই সমালোচনারই জবাব দিলেন আকমল। তাঁর দাবি, কোহলি তিন নম্বরে ব্যাট করেন। সেখানে তিনি ব্যাট করেন ৬ নম্বরে। তাই তাঁদের দু জনের তুলনা করা উচিত নয়।
একদিনের ক্রিকেটের মতোই টি-২০ ফর্ম্যাটেও আকমলের তুলনায় কোহলির রেকর্ড অনেক উজ্জ্বল। টেস্টে খেলার সুযোগ পান না আকমল। তাই পাঁচ দিনের ক্রিকেটে তাঁদের তুলনা চলে না। তবে সবমিলিয়ে কোনও দিক থেকেই ভারতের অধিনায়কের ধারেকাছে নেই এই পাকিস্তানি ক্রিকেটার। তা সত্ত্বেও দু জনের তুলনা হওয়ায় আকমল বলছেন, ‘আমার সঙ্গে কোহলির তুলনা অন্যায্য। দু জনের ব্যাটিং পজিশন আলাদা। টেস্টে অভিষেক হওয়া থেকেই তিন নম্বরে ব্যাট করছে কোহলি। সেখানে আমি ৬ নম্বরে ব্যাট করি। আমি যদি তিন নম্বরে ব্যাট করি এবং কোহলি ৬ নম্বরে, তাহলে দু জনের তুলনা করা যেতে পারে।’
নিজের সঙ্গে তুলনায় নারাজ হলেও, সতীর্থ বাবর আজমের সঙ্গে কোহলির তুলনা করছেন আকমল। তাঁর মতে, তিন নম্বরে ব্যাট করা বাবর অসাধারণ ফর্মে আছেন। তাঁর সঙ্গে কোহলির তুলনা করা যেতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement