Copa America 2024: টাইব্রেকারে হার! কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ব্রাজিল
Copa America Brazil vs Uruguay: কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল উরুগুয়ে। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছিল।
কলকাতা: কোপা আমেরিকার (Copa America) কোয়ার্টার ফাইনালেই শেষ ব্রাজিলের (Brazil) দৌড়। উরুগুয়ের (Uruguay) হয়ে খেলননি অভিজ্ঞ স্ট্রাইকার লুই সুয়ারেজ। তা সত্ত্বেও উরুগুয়েকে হারাতে পারল না পাঁচবারের বিশ্বজয়ীরা। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে।
কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল উরুগুয়ে। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছিল। গ্রুপ পর্বে সব মিলিয়ে ৯ গোল করেছিল উরুগুয়ে। হজম করেছে মোটে এক গোল। গ্রুপ সি-র শীর্ষে ছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার প্রশিক্ষণে চনমনে ছিল উরুগুয়ে শিবির।
Sergio Rochet ❌ pic.twitter.com/arenlwRwUz
— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) July 7, 2024
নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের ডিফেন্ডার নাথিয়ান ন্যান্দেজ। ১০ জনের উরুগুয়েকেই হারাতে পারল না ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করতে ব্যর্থ হন এডার মিলিটাও, ডগলাস লুইজ। গোল করেন আন্দ্রিয়াস পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। উরুগুয়ের হয়ে গোল করেন ফেডেরিকো ভ্যালভার্দে, রডরিগো বেনটানকার, জিওর্জিয়ান ডে অ্যারাসসেটা ও ম্যানুয়েল উগার্তে।
আরও পড়ুন, আগে পারফর্ম করো, তারপর রোহিত-কোহলিদের ম্যাচ বয়কট করবে, ব্যর্থতার পর বিদ্রুপ রিয়ানকে
তবে ব্রাজিল কোচ অবশ্য প্রথমার্ধে পেনাল্টি না পাওয়ার অভিযোগ তুলেছেন। প্রথমার্ধে কলম্বিয়া বক্সে ভিনিসিয়াসকে ফাউল করা হলেও রেফারি তা উপেক্ষা করেছেন বলে দাবি ডোরিভালের।
লাস ভেগাসের নেভাদায় অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল আর উরুগুয়ে। সেমিফাইনালে উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার সঙ্গে। ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে রয়েছে কোপা জয়ের হাতছানি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে