মুম্বই: ১৩ বছরের বয়সি বৈভব সূর্যবংশী নতুন রেকর্ড গড়ল। আইপিএলের ইতিহাসে তরুণ প্লেয়ার হিসেবে নিলামে দলে জায়গা করে নিয়েছে এই তরুণ ব্যাটার। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকা মূল্যে আসন্ন আইপিএলের জন্য দলে নিয়েছে। এবার লিস্ট এ-তে সবচেয়ে কমবয়সি প্লেয়ার হিসেবে খেলার নজির গড়ল সূর্যবংশী। গত শনিবার বিহারের হয়ে মধ্যপ্রদশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করেছে বৈভব।
১৩ বছর ২৬৯ দিন বয়সে সূর্যবংশী লিস্ট এ ক্রিকেটে অভিষেক করলেন। এর আগের রেকর্ড ছিল আলি আকবরের ঝুলিতে। তিনি ১৯৯৯-২০০০ মরশুমে বিদর্ভের হয়ে অভিষেক করেছিলেন। সেই সময় তাঁর বয়স ছিল ১৪ বছর ৫১ দিন। এর আগে রঞ্জিতেও কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে অভিষেক করার রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এছাড়াও অনূর্ধ্ব ১৯
ভারতীয় দলে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে সুযোগ করে নিয়েছে।
যদিও বিজয় হাজারে ট্রফিতে অভিষেকে একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেনি বৈভব। মাত্র ৪ রান করেছে সে দু বলে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিল সে। কিন্তু এরপরই আউট হয়ে যায় সে। বিহার প্রথমে ব্যাট করতে নেমে ১৯৬ রান বোর্ডে তুলেছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা সহজেই তুলে নেয় মধ্যপ্রদেশ। রজত পাতিদার অর্ধশতরানের ইনিংস খেলেন। বেঙ্কটেশ আইয়ারও অপরাজিত ছিলেন। অনূর্ধ্ব ১৯ পুরুষদের
এশিয়া কাপের ম্যাচে পাঁচ ম্য়াচে ১৭৬ রান করেছেন। গড় ৭৬। স্ট্রাইক রেট ১৪৫।
ঘরোয়া ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল ১৫ বছর ২৩২ দিন বয়সে। এবার সেটাকে টপকে গেল বৈভব। মাত্র ১২ বছর বয়সে অভিষেক করল। আর সে সেটা করল মুম্বইয়ের বিপক্ষেই। বর্তমানে বিহার দল মুম্বইয়ের বিপক্ষে ম্যাচ খেলছে তাদের ঘরের মাঠ মঈন উল হক স্টেডিয়ামে। এই ম্যাচেই অভিষেক ক্যাপ পেল বৈভব।
'যত্র প্রতিভা অভসরা প্রাপন্তিহি', অর্থাৎ যেখানে প্রতিভা নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। আইপিএল-এর ট্রফির গায়ে এই শব্দবন্ধই লেখা থাকে। বৈভব প্রকৃত অর্থেই একজন প্রতিভাবান। মাত্র ১৩ বছরে বয়সে ক্রিকেটের দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। তবে এই হিরের টুকরোকে ঘষামাজা করে যাঁরা সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করেছেন, তাঁরা হলেন বৈভবের দুই কোচ সৌরভ কুমার ও মণীশ ওঝা। সৌরভ যেখানে বৈভবকে মানসিকভাবে ভাবে শক্তি জুগিয়েছেন, বিভিন্ন ম্যাচ পরিস্থিতি কেমন খেলতে হবে- সেই নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন, তেমনই মণীশ ঘণ্টার পর ঘণ্টা বাঁ-হাতি ব্যাটারের স্টান্স ঠিক করা, তার টেকনিকে ছোটখাটো রদবদল করা নিয়ে কঠোর পরিশ্রম করেছেন।