De Villiers-Kohli: 'বড় ভুল করে ফেলেছি', কোহলির অনুপস্থিতি প্রসঙ্গে নিজের মন্তব্য থেকে পিছু হটলেন ডিভিলিয়ার্স
AB De Villiers: দিনকয়েক আগেই কোহলির বন্ধু তথা প্রাক্তন সতীর্থ এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers) জানিয়েছিলেন কোহলি ও অনুষ্কা শর্মা সন্তানসম্ভাবা।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন ভারতীয় জাতীয় দল থেকে দূরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে সিরিজ়ের (IND vs ENG) প্রথম দুই টেস্টেও খেলেননি তিনি। ব্যক্তিগত কারণে কোহলি প্রথম দুই টেস্ট থেকে বিশ্রাম চেয়েছেন বলে জানানো হলেও, সেই কারণটা ঠিক কী, তা কিন্তু বলা হয়নি। জল্পনার মাঝেই দিনকয়েক আগে কোহলির বন্ধু তথা প্রাক্তন সতীর্থ এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers) জানিয়েছিলেন কোহলি ও অনুষ্কা শর্মা সন্তানসম্ভাবা। কিন্তু নিজের সেই মন্তব্য সম্পূর্ণ ভুল এবং তিনি না জেনেই গোটা বিষয়টি বলেছিলেন বলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাবি করেন প্রাক্তন প্রোটিয়া তারকা।
নিজের মন্তব্য থেকে পিছু হটে ডিভিলায়র্স জানান, 'পরিবার সবসময়, সবার আগে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ইউটিউব শোয়েও আমি সেটাই বলেছিলাম। আমিও সেইসময় এক বড় ভুল করে ফেলেছি, এক ভুল তথ্য সকলকে দিয়েছি। ওর ঠিক কী হয়েছে, সেই বিষয়ে কারুর কাছেই কোনও ধারণা আছে বলে মনে হয় না। পরিস্থিতি যাই হোক না কেন, আমার তরফ থেকে আমি শুধু ওকে শুভকামনাই জানাতে পারি।'
গত শনিবারই কিন্তু প্রোটিয়া তারকা তাঁর ইউটিউব চ্যানেলে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, 'আমি জানি যে ও ভালই আছে। ও আপাতত ওর পরিবারের সঙ্গে খানিক সময় কাটাচ্ছে, সেই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকতে পারছে না। আমি আর কিছু নিশ্চিত করছি না। ওর ফেরৎ আসার অপেক্ষায় আছি। ও ভাল আছে।'
এরপরই অনুরাগীদের মন রাখতে তিনি কিং কোহলির সঙ্গে তাঁর মেসেজে কথোপকথন পড়ে শোনান। তিনি সম্ভবত অন্য হাতে ফোন দেখে বলতে শুরু করেন, 'দেখি ও আমাকে কী বলেছিল। আমি আপনাদের (অনুরাগীদের) অল্প খানিক হলেও ভালবাসা দিতে চাই।' এরপর তিনি পড়ে শোনান, 'আমি ওকে লিখেছিলাম, 'কিছুদিন ধরেই তোমার খোঁজ নেব ভাবছিলাম। তুমি কেমন আছ?' বিরাট বলেন, 'পরিবারের সঙ্গে এখন থাকতে হবে। আমি ভাল আছি'।' এরপর তিনি আরও বলেন, 'হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। হ্যাঁ, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাঁর পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চরমে বিবাদ! সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করলেন হার্দিক-রোহিত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
