Abrar Ahmed: ভারতীয় ক্রিকেটারকে দেখলেই রাগ হয়! রিংয়ে নেমে বক্সিং করতে চান! বিতর্কিত মন্তব্যে শিরোনামে আবরার
Shikhar Dhawan: অতীতে শিখর ধবনকে পচা ডিম বলে আক্রমণ করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

নয়াদিল্লি: পাকিস্তানের স্পিনার আবরার আমেদ নিজের সেলিব্রেশনের জন্য এশিয়া কাপে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন। এবার ফের একবার নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে। আবরার আমেদের (Abrar Ahmed) দাবি তিনি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শিখর ধবনের (Shikhar Dhawan) বিরুদ্ধে রিংয়ে নামতে চান।
সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার আবরার এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিতে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় তিনি কোন ক্রিকেটারের সঙ্গে বক্সিং করতে চান, কাকে দেখে তাঁর খুব রাগ হয়? আবরার সটান জবাব দেন, 'আমি চাই আমি বক্সিং রিংয়ে নামি আর আমার সামনে যেন শিখর ধবন থাকে।' আবরার এই মন্তব্যের ভিডিও ক্লিপ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
পাকিস্তানি ক্রিকেটারদের শিখর ধবন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য এই প্রথম নয়। এর আগেও প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকেও শিখর ধবনের সম্পর্কে কটূক্তি করতে শোনা গিয়েছিল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে শিখর ধবন, সুরেশ রায়না, ইরফান পাঠান, হরভজন সিংহরা রিপোর্ট অনুযায়ী শাহিদ আফ্রিদিদের পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরেই বাতিল হয় সেই খেলা। শিখর তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও লিখেছিলেন পহেলগাঁও আক্রমণের পর পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন না। সেই সময় আফ্রিদির তরফে 'পচা ডিম' বলে তাঁর উদ্দেশে কটূক্তি ভেসে এসেছিল।
পরে আফ্রিদি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে আবারও দাবি করেছিলেন, 'আমি এখন নাম করলে, ওরা বেচারা ফেঁসে যাবে। আমি যাকে পচা ডিম বলেছিলাম, ওর অধিনায়কও ওকে তখন বলেছিল যে তুমি ম্যাচ খেলতে না চাইলে ম্য়াচ খেল না। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট কর না। তবে সে তো প্রচ্ছন্ন মনোভাব নিয়েই এসেছিল। সেই কারণেই আমি ওকে পচা ডিম বলেছিলাম।'
আফ্রিদি আরও যোগ করেনস, 'ভারতে অনেক সমস্যা আছে। (লোকজন) বাড়িতে পৌঁছে যায়, খেলোয়াড়দের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজেদের ভারতীয় হিসাবে প্রমাণ করছে। বেচারাদের জন্মলগ্ন থেকে নিজেদের ভারতীয় হিসাবে প্রমাণ করতে হচ্ছে। এখন তো ওরা আবার এশিয়া কাপে ধারাভাষ্য দিচ্ছে।'
আফ্রিদির সেই মন্তব্যের পর আবরারের বর্তমান মন্তব্যে ফের একবার বিতর্ক শুরু হয়েছে। অবশ্য মাঠের বাইরে আবরাররা গর্জন করলেও, মাঠে কিন্তু তাঁদের তেমন প্রতিফলন দেখা যায়নি। এশিয়া কাপের ফাইনালসহ তিন ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। কিন্তু তারপরেই এই আক্রমণের পালা অব্যাহত।




















