(Source: ECI/ABP News/ABP Majha)
ACC Emerging Asia Cup 2023: ১৪ জুলাই প্রথম ম্যাচ, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কবে খেলতে নামবেন ধুলরা?
ACC Emerging Asia Cup 2023 Schedule: ১৩ জুলাই থেকে ২৩ জুলাই শ্রীলঙ্কায় উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজিত হবে।
নয়াদিল্লি: মঙ্গলবার, ৪ জুলাই উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপের (ACC Emerging Asia Cup 2023)জন্য ভারতীয় দল ঘোষণা করে জুনিয়র কমিটি। এবার সেই টুর্নামেন্টের সূচিও ঘোষণা করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই সূচি অনুযায়ী ১৯ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন যশ ধুলরা (Yash Dhull)।
৫০ ওভারের এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করতে চলেছে। আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতীয় 'এ' দল এই টুর্নামেন্টের গ্রুপ বি-তে রয়েছে। ভারতের পাশাপাশি একই গ্রুপে নেপাল, পাকিস্তান 'এ' এবং সংযুক্ত আরব আমিরশাহি 'এ' দলও একই গ্রুপে রয়েছে। অপরদিকে, আয়োজক শ্রীলঙ্কার 'এ' দল, বাংলাদেশ 'এ', আফগানিস্তান 'এ' দল এবং ওমান 'এ' দল রয়েছে গ্রুপ এ-তে। দুই গ্রুপের প্রথম দুইয়ে শেষ করা দুই দলই উদীয়মান এশিয়া কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
১৩ জুলাই থেকে শুরু হলেও, ভারতীয় দলের তরুণরা প্রথম দিন ম্যাচ খেলতে নামবে না। টুর্নামেন্টে ভারতীয় দলের প্রথম ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় দিন ১৪ জুলাই। সংযুক্ত আরব আমিরশাহির 'এ'-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবেন ধুলরা। এরপর নেপাল এবং সবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। টুর্নামেন্টের দুই সেমিফাইনালই ২১ জুলাই আয়োজিত হবে। ২৩ জুলাই টুর্নামেন্টের ফাইনাল।
ভারতীয় দলের টুর্নামেন্ট সূচি:-
ভারতীয় 'এ' বনাম সংযুক্ত আরব আমিরশাহি 'এ'- ১৪ জুলাই
ভারতীয় 'এ' বনাম নেপাল- ১৭ জুলাই
ভারতীয় 'এ' বনাম পাকিস্তান 'এ'- ১৯ জুলাই
প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল, ২১ জুলাই
ফাইনাল- ২৩ জুলাই
The much awaited ACC Mens Emerging Teams Asia Cup, 2023 gets underway on 13th July in Sri Lanka! 8 strong emerging teams will battle it out for the 👑! #ACC#ACCMensEmergingTeamsAsiaCup pic.twitter.com/jbk8U2HpHD
— AsianCricketCouncil (@ACCMedia1) July 6, 2023
প্রসঙ্গত, ভারতীয় দলে ধুলের সঙ্গেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ্যবর্ধন হাঙ্গারগেকরও এই দলে জায়গা পেয়েছেন। চেন্নাই সুপার কিংসে হাঙ্গারগেকরের সতীর্থ আকাশ সিংহ রয়েছেন দলে। পাশাপাশি নিজেদের প্রতিভায় আইপিএল মাতানো প্রভসিমরণ সিংহ ও ধ্রুব জুরেল (Dhruv Jurel) কিপার হিসাবে এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন। দলের কোচের দায়িত্বে রয়েছেন শীতাংশু কোটাক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?