T20 World Cup 2024: বলে রশিদের ভেল্কি, ব্যাটে বাটলরের তাণ্ডবে উড়ে গেল যুক্তরাষ্ট্র, টি-২০ বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড
USA vs ENG: ১৬ রান তাড়া করতে নেমে ৬২ বল ও ১০ উইকেট বাকি থাকতেই ইতিহাস গড়ে জয় পেল ইংরেজরা। এর আগে বিশের বিশ্বকাপে কোনও দল এত বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতেনি।
বার্বাডোজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে বার্বাডোজে বাটলারের দাপট। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ইংল্যান্ড (USA vs ENG)। ১১৬ রান তাড়া করতে নেমে ৬২ বল ও ১০ উইকেট বাকি থাকতেই ইতিহাস গড়ে জয় পেল ইংরেজরা। এর আগে বিশের বিশ্বকাপে কোনও দল এত বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতেনি।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler) ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন। তবে দলের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। আদিল রশিদ (Adil Rashid) নিজের চার ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। তবে এদিন পরিসংখ্যানের নিরিখে ইংল্যান্ডের সফলতম বোলার ক্রিস জর্ডন (Chris Jordan)। তিনি ১০ রানের বিনিময়ে চার উইকেট নেন। এই ত্রয়ীর সুবাদেই শেষ দল হিসাবে সুপার এইটে জায়গা পাকা করলেও প্রথম দল হিসাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ইংল্যান্ড।
এদিন যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাটে নেমে ম্যাচের শুরুটা খুব মন্দ করেনি। আন্দ্রিয়াস ঘউস আট রানে সাজঘরে ফিরলেও, নীতীশ কুমারের দাপটে পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে যুক্তরাষ্ট্র। তবে আরেক ওপেনার স্টিভেন টেলরও ১২ রানের বেশ করতে পারেননি। সেট নীতীশ কুমার ও যুক্তরাষ্ট্রের সম্ভবত সেরা ব্যাটার অ্যারন জোন্সকে যথাক্রমে ৩০ ও ১০ রানে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন রশিদ। এরপর থেকে যুক্তরাষ্ট্র আর তেমন মাথা তুলে দাঁড়াতে পারেনি। কোরি অ্যান্ডারসন ২৯ ও হরমীত সিংহ ২১ রান করেন বটে। তবে ক্রিস জর্ডন হ্যাটট্রিক করে যুক্তরাষ্ট্রের টেলএন্ডার খাতা খোলার আগেই সাজঘরে ফেরত পাঠিয়ে দেন। সাত বল বাকি থাকতে ১১৫ রানেই অল আউট হয়ে যায় অন্যতম আয়োজক দেশ।
এরপর ব্যাট করতে নেমে কেবল বাটলার ঝড়। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। বাটলার ৩২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। নবম ওভারে হরমীতের পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান বাটলার। মোট ৩২ রান খরচ করেন হরমীত। সহজেই জয় পায় ইংল্যান্ড। ফিল সল্ট অপরপ্রান্তে ২৫ রানে অপরাজিত থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এমনটা শুধু রোহিতই পারেন... বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অধিনায়কের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল