48 runs over: অবিশ্বাস্য়! এক ওভারে ৪৮ রান হাঁকালেন তরুণ আফগান ব্যাটার
Afghanistan Cricketer: এক ওভারে মোট সাতটি ছক্কা হাঁকিয়ে রুতুরাজের কৃতিত্বে ভাগ বসালেন তরুণ আফগান ব্যাটার।
নয়াদিল্লি: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ছয় বলে ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। যুবরাজের সেই কৃতিত্ব আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে তাজা। ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো তো রোজ রোজ হয়না। তবে কেউ যদি ছয় বলে ৪৮ রান হাঁকান? অবিশ্বাস্য মনে হলেও, ঠিক এমনটাই করে দেখিয়েছেন আফগানিস্তানের (Afghnistan) তরুণ ক্রিকেটার সেদিকুল্লা অটল (Sediqullah Atal)। কাবুল প্রিমিয়ার লিগে (Kabul Premier League 2023) ঠিক ঘটনাটি ঘটে।
কিন্তু এক ওভারে কী করে এত রান করলেন আফগানিস্তানের তরুণ ব্য়াটার? চলতি কাবুল প্রিমিয়ার লিগে শনিবার শাহিন হান্টার্স ও আবাসিন ডিফেন্ডার্স, কাবুলের আয়োবি ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই শাহিন হান্টার্সের ব্যাাটিং ইনিংসের ১৯তম ওভারে বল করতে আসেন আমির জাজাই। তিনি ওভারের প্রথম বলটিই নো বল করেন। সেই বলে ছক্কা হাঁকান সাত সাতটি ছক্কা হাঁকান সেদিকুল্লাহ। এরপর নাগাড়ে পাঁচটি ওয়াইড বল করেন আমির। পাঁচ ওয়াইডের পর ওভারের বাকি বলগুলিতেও ছক্কা হাঁকান ২১ বছর বয়সি ব্যাটার।
اووه شپږیزې 🔥🔥🔥
— Afghan Atalan 🇦🇫 (@AfghanAtalan1) July 29, 2023
🚨 4⃣8⃣ 🚨 runs of a single over🔥🚀.#SediqAtal was on fire🔥 and 🚀 mode against #KatawaziAD in the ongoing match of #KabulPremierLeague.👇
nb6 w5 6 6 6 6 6 6 🚨
Sediq Atal hits 7 sixes in an over of Amir Zazi in the KPL 10th match.#KPL #KPL2023 pic.twitter.com/sbcBGk0aMd
এর সুবাদেই রুতুরাজ গায়কোয়াড়ের কৃতিত্বে ভাগ বসালেন আফগান ব্যাটার। রুতুরাজ গায়কোয়াড়ের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে ক্রিকেটের ইতিহাসে নাগাড়ে সাত ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়লেন সাদিকুল্লা। ম্যাচে সাদিকুল্লা ৫৬ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে সাতটি চার ও ১০টি ছক্কা হাঁকান। তাঁর এই অনবদ্য ইনিংসে ভর করেই তাঁর দল শাহিন হান্টার্স নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২১৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দল আবাসিন ডিফেন্ডার্স ১৮.৩ ওভারে মাত্র ১২১ রানেই অল আউট হয়ে যায়। ৯২ রানের বড় ব্যবধানে জয় পায় সাদিকুল্লার শাহিন হান্টার্স দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিংAfA প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিনেও ওপেনারদের প্রশংসায় অধিনায়ক হার্দিক