Manish Pandey Divorce Rumours: ঘর ভাঙছে কেকেআর তারকার? ফের এক ক্রিকেটারের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা
IPL 2025: ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন মণীশ পাণ্ডে। গত মরশুমেও কর্নাটকের ক্রিকেটার কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
বেঙ্গালুরু: যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদের গুঞ্জন ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। আর তার মাঝেই ফের এক ক্রিকেটারের সংসার ভাঙার খবর নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।
২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। গত মরশুমেও কর্নাটকের ক্রিকেটার কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। মণীশ পাণ্ডেকে পরের আইপিএলেও দেখা যাবে কেকেআরের জার্সিতেই। আইপিএল নিলাম থেকে ৭৫ লক্ষ টাকায় মণীশকে কিনেছে শাহরুখ খান-জুহি চাওলার দল।
এবার গুঞ্জন, মণীশ পাণ্ডের সঙ্গে বিচ্ছেদ হতে পারে তাঁর স্ত্রী, অভিনেত্রী আশ্রিতা শেট্টির। গত কয়েকদিন ধরে জোর জল্পনা ছিল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিচ্ছেদ নিয়ে। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। গুঞ্জন উঠেছিল, তাঁদের চার বছরের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ধনশ্রী নিজেই।
সেই আবহেই আরও একজন ভারতীয় ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে ফের সোশ্যাল মিডিয়া সরগরম। তিনি, কলকাতা নাইট রাইডার্সের তারকা মণীশ পাণ্ডে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সফর! মানসিক শান্তির খোঁজে স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে কোহলি
বৃহস্পতিবার রাত থেকে সোশ্যাল মিডিয়াতে জোর গুঞ্জন যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার মণীশ পাণ্ডের বৈবাহিক সম্পর্ক নাকি শেষ হতে চলেছে। ২০১৯ সালে অভিনেত্রী, মডেল আশ্রিতা শেট্টির সঙ্গে বিয়ে হয়েছিল মণীশ পাণ্ডের। সূত্রের খবর, মণীশ এবং আশ্রিতার সম্পর্কে নাকি ইতিমধ্যেই চিড় ধরতে শুরু করেছে। এমনকী, তাঁরা দুজনেই ইনস্টাগ্রাম থেকে একে অপরের যাবতীয় ছবি সরিয়ে দিয়েছেন। আনফলো করেছেন একে অপরকে!
কর্নাটকের ৩৫ বছর বয়সী ক্রিকেটার মণীশ এখনও পর্যন্ত ১৭১টি আইপিএল ম্যাচ ২৯.১৭ ব্যাটিং গড়ে মোট ৩,৮৫০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২১.১১। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। ওয়ান ডে ফর্ম্যাটে একটি সেঞ্চুরি-সহ ৫৬৬ রান করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি মোট ৭০৯ রান করেছেন।
শোনা যাচ্ছে, মণীশ ও আশ্রিতা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। যদিও মণীশ পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কিন্তু বিয়ের বেশ কিছু ছবি ছাড়াও স্ত্রীর সঙ্গে একাধিক মুহূর্ত ফ্রেমবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই সমস্ত ছবি মুছে দিয়েছেন মণীশ।
আরও পড়ুন: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?