Kohli And Anushka: অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সফর! মানসিক শান্তির খোঁজে স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে কোহলি
Virat Kohli and Anushka Sharma: দেশে ফেরার পর কোহলি ও অনুষ্কা গেলেন বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একটি ভিডিও।
মুম্বই: অস্ট্রেলিয়া থেকে ফেরার পর সরাসরি বৃন্দাবনে পাড়ি জমালেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর মানসিক প্রশান্তির খোঁজে বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের (Shri Premanand Govind Sharan Ji Maharaj) আশ্রমে গেলেন কোহলি ও অনুষ্কা। সৎসঙ্গে কাটালেন সময়।
অস্ট্রেলিয়ায় কোহলির মিশ্র অভিজ্ঞতা হয়েছে। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি করলেও, বাকি সব ইনিংসেই তিনি প্রত্যাশাপূরণে ব্যর্থ। বিশেষ করে সমালোচনার ঝড় উঠেছিল কোহলির আউট হওয়ার ধরন নিয়ে। ৯ ইনিংসের মধ্যে আটবার একই ধাঁচে আউট হয়েছেন কোহলি। অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে উইকেটকিপার বা স্লিপ কর্ডনি খোঁচা দিয়ে।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারতে হয়েছে ভারতকে। পারথে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পরেও বাকি চার টেস্টের মধ্যে ৩টিতে হেরে সিরিজ খুইয়ে বসেছে ভারত। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর কোহলিকেও তোলা হয়েছে কাঠগড়ায়।
দেশে ফেরার পর কোহলি ও অনুষ্কা গেলেন বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একটি ভিডিও। সেই ভিডিওতে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজকে দেখা গিয়েছে অনুষ্কার প্রশংসা করছেন। বলছেন, যেভাবে এই প্রজন্মের অন্যতম সফল ব্যাক্তিদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও বিরাট মানবিকতা ও বিশ্বাসের পাঠ পেয়েছেন অনুষ্কার কাছে, তা দৃষ্টান্তমূলক।
পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন বিরাট কোহলি। তার ওপর ছিল প্রত্যাশার পাগাড়। যদিও ৩৬ বছর বয়সী তারকা ৯ ইনিংসে মাত্র ২৩.৭৫ ব্যাটিং গড়ে ১৯০ রান করেন গোটা সফরে। যদিও সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছিল কোহলির। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার হয়েছিলেন পারথে শতরান করে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তাঁর সপ্তম সেঞ্চুরি। যা একটি মাইলফলক।
Virat Kohli & Anushka Sharma Visited At Vrindavan Dham To Meet Shri Premanand Govind Sharan Ji Maharaj. pic.twitter.com/6BSFVSaDtr
— NRS (@infinitynishant) January 10, 2025
দুর্ভাগ্যবশত, সিরিজের শেষদিকে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে যায়। তিনি শেষ চার টেস্টে সাত ইনিংসে মাত্র ৮৫ রান করতে পেরেছিলেন। উল্টে জড়িয়েছিলেন বিতর্কে। স্যাম কনস্টাসের সঙ্গে বচসায় জড়িয়ে শিরোনামে উঠে আসেন কোহলি। তাঁর মোটা জরিমানাও হয়।