Ajinkya Rahane: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন রাহানে
Indian Cricket Team: রাহানে জানালেন, বর্ডার গাওস্কর ট্রফির জন্য তাঁর কাছে বিরাট এক প্রস্তাব এসেছিল। তবে তিনি রাজি হননি। প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

নাগপুর: তাঁকে জাতীয় দলের জার্সিতে শেষ দেখা গিয়েছে প্রায় দেড় বছর আগে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে ছিল সেই ম্যাচ।
তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলে চলেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে জাতীয় দলের দরজা আর খোলেনি। ২০২৩-২৪ মরশুমে তাঁর নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যশালী টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এবারও তাঁর অধিনায়কত্বে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলছে ৪১ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় সিনিয়র নির্বাচক কমিটি তাঁকে উপেক্ষাই করেছেন। সম্প্রতি টেস্টে ভারতের বারবার ব্যাটিং বিপর্যয়ের পর তাঁকে দলে ফেরানোর দাবি উঠেছে। কিন্তু উপেক্ষার ছবিটা পাল্টায়নি।
রাহানে জানালেন, বর্ডার গাওস্কর ট্রফির জন্য তাঁর কাছে বিরাট এক প্রস্তাব এসেছিল। তবে তিনি রাজি হননি। প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগে এক সাক্ষাৎকারে রাহানে বলেছেন, 'বর্ডার গাওস্কর ট্রফিতে আমি একটা বড় প্রস্তাব পেয়েছিলাম। আর সেটা হল বিশেষজ্ঞ হিসাবে কাজ করার প্রস্তাব। প্রচুর টাকার প্রস্তাব ছিল। তবে আমি জানতাম যে, এখনও খেলা চালিয়ে যেতে পারি। সেই কারণে প্রস্তাব ফিরিয়ে দিই।'
সাধারণভাবে দেখা যায়, প্রাক্তন ক্রিকেটারেরাই ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। তবে ধারাভাষ্যকার হিসাবে কাজ করার পাশাপাশি খেলা চালিয়ে যাচ্ছেন, সংখ্যায় কম হলেও এমন ক্রিকেটার বিরল নন। দীনেশ কার্তিক ধারাভাষ্যকার হিসাবে কাজ করার পাশাপাশি চুটিয়ে আইপিএল খেলেছেন। যদিও রাহানের দর্শন আলাদা। তা তিনি কথাবার্তাতেই বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি যে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখা ছাড়েননি, সেই ইঙ্গিতও দিয়েছেন।
রাহানে বলেছেন, 'জাতীয় দলে নির্বাচিত হওয়াটা তো আমার হাতে নেই। তবে আমি এমন পরিস্থিতিতে পড়তে চাই না যে, আমার আচমকা মনে হবে বিশেষজ্ঞ হিসাবে কাজ করার সিদ্ধান্ত আর একটু পরে নিলেই হতো।'
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে রাহানে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। আইপিএলের নিলামে তাঁকে বেস প্রাইস দেড় কোটি টাকা দিয়ে কিনেছে গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। তিনি কেকেআরের অধিনায়ক হওয়ারও অন্যতম দাবিদার। রঞ্জি ট্রফিতেও ছন্দে রয়েছেন রাহানে। ইডেনে কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে রান করেছেন। হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মুম্বই।
রাহানে বলছেন, 'আমাকে অনেকে বলেন জাতীয় দলে থাকা উচিত ছিল। এর থেকেই বাড়তি প্রেরণা পাই।'
আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
